রাইস মিলের দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে ক্ষতি পূরণের টাকা তুলে দিল জেলা আইনি সহায়তা কেন্দ্র
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
বীরভূমের নানুর রাইস মিলে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। মৃতার পরিবারের হাতে আজ ইন্সুরেন্স কোম্পানি থেকে আদায় করে টাকা তুলে দিলেন বীরভূম জেলার বিচারক মহম্মদ রুকনুদ্দিন । বিবরণে প্রকাশ গত ছয় বছর আগে বীরভূম জেলার নানুর এলাকায় একটি রাইস মিলে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়।ক্ষতি পূরণের দাবি জানিয়ে মৃতার পরিবার আদালতের শরনাপন্ন হন। দীর্ঘদিন মামলা মোকদ্দমা চলে সেখানে জেলা আইনি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে উকিল দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে।সেই প্রেক্ষিতে ইন্সুরেন্স কোম্পানির কাছে থেকে মোট ৭ লক্ষ ৬৮ হাজার ৬৫০টাকা আদায় হয়েছে।
বৃহস্পতিবার সিউড়িতে জেলা আইনি আদালতের কক্ষে জেলা আইনি সহায়তা কেন্দ্রের সেক্রেটারি মহম্মদ রুকনুদ্দিন মৃত শ্রমিকের স্ত্রী মাধবী মির্ধার হাতে টাকার চেকটি তুলে দেন।
কোর্টের নির্দেশ মোতাবেক জেলা লোক আদালত এর মাধ্যমে চেকটি মৃতার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়।
উল্লেখ্য মৃতার পরিবারে তার স্ত্রী ও নাবালিকা কন্যা সন্তান রয়েছে।সেই হিসেবে ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে প্রাপ্ত টাকার অর্ধেক নাবালিকা মেয়েটির নামে ব্যাঙ্কে ফিক্সড করতে হবে এবং বাকি অর্ধেক সংসারে খরচের জন্য নির্দেশ দেন আদালত বলে পরিবার সূত্রে খবর।জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ আরো জানান যে,যদি বাচ্চা মেয়েটার নামে অ্যাকাউন্ট খুলতে কোন অসুবিধা হয় তাহলে লোক আদালত সহযোগিতা করবে। এছাড়াও মিল কর্তৃপক্ষের নিকট থেকে যে টাকাটা পাওয়া যাবে সেক্ষেত্রে ও যদি কোন অসুবিধা দেখা দেয় তাহলে লোক আদালত নির্দ্বিধায় তার আইনি ব্যবস্থা করবে সম্পূর্ণ বিনামূল্যে বলে আশ্বাস দেন।