বর্ধমানে তৃণমূলের প্রতিবাদ মিছিল

Spread the love

বর্ধমানে তৃণমূলের প্রতিবাদ মিছিল

সেখ রাজু,

বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সিবিআই ও ইডি দ্বারা বাংলার নেতা মন্ত্রীদের গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে বর্ধমানে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় । পূর্ব বর্ধমান জেলা INTTUCর ডাকে আজকের মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের উপস্থিতিতে স্তব্ধ হয়ে পড়ে বর্ধমান । INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও পূর্ব বর্ধমান জেলা INTTUC সভাপতি সৈয়দ মহঃ সেলিমের তত্ত্বাবধানে আজকের মিছিলে জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা যোগদান করেন । পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক ও স্বপন দেবনাথ কর্মীদের সঙ্গে পা মেলান । সঙ্গে ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিত্রা সহ অগণিত তৃণমূল নেতৃত্বরা । মিছিলটি বীরহাটা থেকে শুরু হয়ে পথসভার মাধ্যমে বর্ধমান রেলস্টেশন চত্বরে এসে শেষ হয় । শ্রমিক সংগঠন এক হওয়ার ডাক দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ।

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সম্পাদক চিরঞ্জীব সামন্ত ওরফে নয়ন সামন্ত দাবি করেন আজকের মিছিলে ভাতার থেকে তিন হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত হয় । তিনি জানান ব্যক্তিগত স্বার্থ নিয়ে দল চলে না । সংগঠন নিয়ে দল চলতে হয়, মানুষকে নিয়ে চলতে হয় । মানুষ আমাদের সঙ্গে আছে, আগামী দিন মানুষকে নিয়েই আমরা পথ চলব ।

মঙ্গলকোট ব্লক INTTUC সভাপতি বজলুর রহমান জানান, রাজ্য সভাপতির ডাকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি । এই বিশাল মিছিলে মঙ্গলকোটের কয়েকশ তৃণমূল কংগ্রেসের কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীদের সঙ্গে একই মিছিলে আমরা পা মেলায় । সাধারণ মানুষই শেষ কথা বলে । তাই মানুষকে সঙ্গে নিয়ে শ্রমিক সংগঠনকে আরো শক্তিশালী করা লক্ষে আমরা ঝাঁপিয়ে পড়বো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *