ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নতুন উচ্ছ্বাসে তৃণমূল কর্মীরা
সেখ রাজু,
আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির বিভিন্ন পদাধিকারী নির্বাচন হয়েছে । ভাতার ব্লকের বেশ কিছু নেতৃত্ব এই পদে স্থান পেয়েছে । পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি ভাতার ব্লকের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, সম্পাদক পরেশ চক্রবর্তী সহ অন্যান্যদের ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয় । ডক্টর বি আর আম্বেদকর জন্মজয়ন্তী পালনের পর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । ডক্টর বিআর আম্বেদকরের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন উপস্থিত নেতৃত্বরা ।
গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে গিয়ে সকলকে একসাথে পথ চলার নিদান দেন ভাতার ব্লকের বর্ষিয়ান নেতা তথা জেলা কমিটির সম্পাদক পরেশনাথ চক্রবর্তী । তিনি বলেন ভাতারে গোষ্ঠী নির্মূল করে সকলকে একসঙ্গে বসিয়ে, মনোমালিন্য দূর করে আগামী পঞ্চায়েত ভোটের প্রার্থী ও রূপরেখা তৈরি হবে । যদিও প্রাক্তন বিধায়ক তথা জেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি বনমালী হাজরা ভিন্নমত পোষণ করেন । তিনি জানান সবাইকে একই ছাতার তলায় নিয়ে আসতে পারবো এটা বলা যাবে না, চেষ্টা করব সকলকে একসঙ্গে নিয়ে পথ চলার । মান-অভিমান নিয়ে কাউকে দল থেকে সরে যেতে দেব না ।
বিধায়ক ও ব্লক সভাপতি অনুপস্থিত থাকায় তিনি জানান ডাক পেয়েছেন কিনা আমি জানিনা । তিনি আহবানে এখানে এসেছেন । তিনি বিধায়ককে ভালো ছেলে এবং সৎ ছেলে বলে অভিনন্দন করেন । বাহুবল আছে, ক্ষমতা আছে । নিজের কার্যকারিতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই হলো একান্ত কাম্য । বিধায়ক যদি সঙ্গে নেয়, আমরা সেই চেষ্টায় করে যাব । একসঙ্গে পথ চলার কথা ভাববো ।