ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নতুন উচ্ছ্বাসে তৃণমূল কর্মীরা

Spread the love

ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নতুন উচ্ছ্বাসে তৃণমূল কর্মীরা

সেখ রাজু,

আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির বিভিন্ন পদাধিকারী নির্বাচন হয়েছে । ভাতার ব্লকের বেশ কিছু নেতৃত্ব এই পদে স্থান পেয়েছে । পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি ভাতার ব্লকের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, সম্পাদক পরেশ চক্রবর্তী সহ অন্যান্যদের ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয় । ডক্টর বি আর আম্বেদকর জন্মজয়ন্তী পালনের পর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । ডক্টর বিআর আম্বেদকরের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন উপস্থিত নেতৃত্বরা ।

গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে গিয়ে সকলকে একসাথে পথ চলার নিদান দেন ভাতার ব্লকের বর্ষিয়ান নেতা তথা জেলা কমিটির সম্পাদক পরেশনাথ চক্রবর্তী । তিনি বলেন ভাতারে গোষ্ঠী নির্মূল করে সকলকে একসঙ্গে বসিয়ে, মনোমালিন্য দূর করে আগামী পঞ্চায়েত ভোটের প্রার্থী ও রূপরেখা তৈরি হবে । যদিও প্রাক্তন বিধায়ক তথা জেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি বনমালী হাজরা ভিন্নমত পোষণ করেন । তিনি জানান সবাইকে একই ছাতার তলায় নিয়ে আসতে পারবো এটা বলা যাবে না, চেষ্টা করব সকলকে একসঙ্গে নিয়ে পথ চলার । মান-অভিমান নিয়ে কাউকে দল থেকে সরে যেতে দেব না ।

বিধায়ক ও ব্লক সভাপতি অনুপস্থিত থাকায় তিনি জানান ডাক পেয়েছেন কিনা আমি জানিনা । তিনি আহবানে এখানে এসেছেন । তিনি বিধায়ককে ভালো ছেলে এবং সৎ ছেলে বলে অভিনন্দন করেন । বাহুবল আছে, ক্ষমতা আছে । নিজের কার্যকারিতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই হলো একান্ত কাম্য । বিধায়ক যদি সঙ্গে নেয়, আমরা সেই চেষ্টায় করে যাব । একসঙ্গে পথ চলার কথা ভাববো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *