TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদ্বেষের বাংলাদেশ’। ১১ অগাস্ট রবিবার রাত ১০ টায়।

Spread the love

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদ্বেষের বাংলাদেশ’। ১১ অগাস্ট রবিবার রাত ১০ টায়।

মা, তোর বদন খানি মলিন হলে আমি নয়ন—
‘ও মা, আমি নয়ন জলে ভাসি।’ সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের “আমার সোনার বাংলা” গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি স্বাধীন বাংলাদেশ, একটি সোনার বাংলা। সেই স্বপ্ন পূরণের পর কেটে গেছে পাঁচ দশক। কিন্তু সেই সোনার বাংলার চিত্র এখন যেন অনেকটাই মলিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, তাঁর রক্তে ঢাকার মাটি ভিজে গিয়েছিল। এবার ২০২৪। বঙ্গবন্ধুর স্মৃতি চিহ্নগুলোও রক্ষা পায়নি, ঢাকার রাস্তায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হল, ১০/৩২ ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়িও আগুনের লেলিহান শিখায় পুড়ে গেল।

কলকাতা, ১১ আগস্ট: জুলাই মাস থেকেই বাংলাদেশ হয়ে উঠেছে অগ্নিগর্ভ। ঢাকা থেকে কুমিল্লা, নোয়াখালী থেকে রাজশাহী— সর্বত্রই সহিংসতার আগুন ছড়িয়ে পড়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে লাশের পাহাড় জমেছে, নয় নয় করে মৃতের সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই। কোথাও জ্যান্ত পুড়িয়ে মারা হল, কোথাও আবার খুন করে ঝুলিয়ে দেওয়া হল ব্রিজের সাথে। গণপিটুনি থেকে আগুন— পুরো বাংলাদেশ যেন এক বধ্যভূমিতে পরিণত হয়েছে। আন্দোলনের ঢেউয়ে উল্টে গেল শেখ হাসিনার সরকার। গণভবনে ঢুকে পড়েছে আন্দোলনকারীরা। ২০২২ সালের কলম্বোর স্মৃতি যেন ফিরে এল বাংলাদেশের মাটিতে। শ্রীলঙ্কার পতনের সঙ্গে মিল পাওয়া গেল হাসিনার পতনের? পাশাপাশি শোনা গেল ভারত বিরোধী স্লোগান। কারা দিল এই স্লোগান? কারা ছড়াচ্ছে বিদ্বেষ? ছাত্র আন্দোলনের ফাঁকে মাথা চাড়া দেবে না তো মৌলবাদ? ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বারবার আশংকা প্রকাশ করছে বাংলাদেশী সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতিতে। আবার সোশ্যাল মিডিয়ায় ধর্মের ভেদাভেদ মোছার ছবিও ভাইরাল হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে হিন্দু মন্দিরের পাহাড়া দিচ্ছেন মুসলমানরা। প্রশ্ন একটাই, বাংলাদেশ কোন পথকে বেছে নেবে?

রক্তাক্ত ভোরের পর বাংলাদেশ কি অন্ধকারের দিকে এগিয়ে চলেছে? নাকি হাসিনার পতনের পর আবার শান্তিপূর্ণ ভোট হবে? অন্তর্বর্তী সরকারের পর আবার নতুন করে প্রতিষ্ঠিত হবে স্থায়ী সরকার, মৌলবাদ বিরোধী সরকার? যে সরকার একই বন্ধুত্বের হাত ধরে এগিয়ে চলবে? নাকি চিন-পাকিস্তানের মত বাংলাদেশেও বইবে ভারত বিরোধী হাওয়া? ভারত সরকার কীভাবে দেখছে এই পরিস্থিতিকে? প্রশ্ন উঠছে, একটা ছাত্রআন্দোলন এতো মারাত্ত্বক আকার নিল কীভাবে? এই আন্দোলনের পিছনে কি কোনো বিদেশী শক্তির মদত ছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদ্বেষের বাংলাদেশ’। ১১ অগাস্ট, রবিবার রাত ১০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *