TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘শিরদাঁড়ার সন্ধানে। দেখুন ৮ সেপ্টেম্বর, রবিবার রাত ১০ টায়।
পুলিশ। উর্দিতে আর টুপিতে লেগে থাকা অশোকস্তম্ভের সঙ্গে জড়িয়ে রয়েছে দায়িত্ববোধ, সাধারণ মানুষের প্রতি সেবা এই শব্দগুলো। কিন্তু সাধারণ মানুষের প্রতি সেই দায়িত্ব বোধ বা সেবার ছবি দেখে কি আমরা অভ্যস্ত? আরজি কর হাসপাতালে এমার্জেন্সি বিভাগে ঘটে যাওয়া নারকীয়, ধর্ষণ ও খুনের ঘটনা কাঠগড়ায় দাঁড় করিয়েছে কলকাতা পুলিশকে। বার বার উঠছে নগরপালের পদত্যাগের দাবি। প্রমান লোপাট থেকে ঘটনাস্থলকে সিল না করা, অভিযোগ অনেক। এমনকি পুলিশের উচ্চপদস্থ অফিসার নাকি টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন মৃতার পরিবারের! মৃতার বাবা এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন TV9 বাংলায়। কিন্তু কাকে আড়াল করছে পুলিশ? কেন পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে? এই নারকীয় ঘটনার পর, ১৪ অগাস্ট, রাত দখলে আরজি করে দুষ্কৃতীদের হামলায় পুলিশের ভূমিকা, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ, আন্দোলনকারীদের গ্রেফতারের অভিযোগের তিরও পুলিশের বিরুদ্ধে। তারপরই লালবাজার অভিযানে জুনিয়র ডক্তাররা প্রতীকী মেরুদণ্ড নিয়ে প্রতিবাদে নামেন। নগরপালের সামনে সেই মেরুদণ্ড সামনে রেখে ডেপুটেশন দেন তাঁরা? এই দিন কলকাতা পুলিশকে দেখতে হবে কে ভেবেছিল? এই লজ্জা কার?
পুলিশের নাকি শাসকের নাকি সমাজের? শাসক, রাজনীতি, বাহুবল আর টাকার সামনে আজ কি সত্যি পুলিশের মেরুদণ্ড নুইয়ে পড়েছে? কবে থেকে শুরু এই অবক্ষয়ের? হাল আমলে কামদুনি হোক আর আনিস খানের খুন, সেখানেও পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। প্রশ্ন পি[উলিসের মেরুদণ্ড সোজা করে মানুষের পাশে দাঁড়ানো নিয়ে। সেই সুদিন কি আসবে? তারই উত্তর খুঁজতে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘শিরদাঁড়ার সন্ধানে। দেখুন ৮ সেপ্টেম্বর, রবিবার রাত ১০ টায়।