TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘তিন পড়শির ফন্দিফিকির’, ১৮ মে ২০২৫, রবিবার, রাত ১০ টায়

Spread the love

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘তিন পড়শির ফন্দিফিকির’, ১৮ মে ২০২৫, রবিবার, রাত ১০ টায়

কলকাতা, ১৮ মে: ৬ মে, মধ্যরাত পেরিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর পাকিস্তানের মাটিতে ৯ টা পর পর মিসাইল আক্রমণ ভারতের। অপেরেশন সিঁদুর। পাহেলগাঁওতে যাঁরা সিঁদুর মুছে দিয়েছিলেন আমাদের দেশের মায়েদের। বোনেদের। তাদের যোগ্য জবাব দিল ভারত। উড়িয়ে দিল জঙ্গি ঘাঁটি। ২৬ জন নারীর সিঁথির সিঁদুর মোছার জবাব আমরা দিয়েছি। তছনছ হয়ে গেছে পাকিস্তান। ওদের জঙ্গি ঘাঁটি থেকে সেনা বেস। সব কিছু তচনচ হয়ে গেছে। যেমনটা আমরা বার বার করে এসেছি। পাকিস্তান যখনই আমাদের দিকে চোখ তুলেছে আমরা তার যোগ্য জবাব দিয়েছি। কিন্তু আমাদের শান্ত স্বভাবের সুযোগ নিয়ে কীভাবে বারবার নির্লজ্জ পাকিস্তান ঢুকে পড়েছে আমাদের দেশে, আমাদের মাটিতে? আমরা যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছি তখনও পিছন থেকে ছুরি মেরেছে পাকিস্তান। স্বাধীনতার সময় থেকে কার্গিল, চার বার সরাসরি যুদ্ধ করেছে পাকিস্তান। বারবার ঢুকে এসেছে ভারতের মাটিতে। আমরাও যোগ্য জবাব দিয়েছি। এবারও পহেলগাঁও কাণ্ডের জন্য যোগ্য জবাব দিল ভারত। পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছি আমরা। হ্যাঁ সেটাই সত্যি। তাই তো তড়িঘড়ি সিজফায়ারের জন্য আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান। ইসলামাবাদ থেকে ফোন এসেছিল আমাদের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপেরেশনের কাছে। আমাদের শর্তে ওরা মাথা নত করেছে। যেমনটা ওরা করে বারবার। কিন্তু তার পরেও ওদের ওপর বিশ্বাস করা সম্ভব? সিজ ফায়ারের দিনই ওরা শেলিং করেছে। মার খেয়েও শেষ নেই চলচাতুরির! তার সঙ্গে হাত মিলিয়ে এগোচ্ছে পূর্বের পড়শি বাংলাদেশ। হাসিনা পরবর্তী আমলে মাথাচাড়া দিচ্ছে জঙ্গি মৌলবাদ। ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ছক কষছেন ইউনূস। আর এ সবের পিছনে কলকাঠি নাড়ছে চিন। দক্ষিন এশিয়ায় প্রভাব বাড়ানোর মতলব বেজিংয়ের। কোন অঙ্কে এই সব ষড়যন্ত্রের মোকাবিলা করবে ভারত? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘তিন পড়শির ফন্দিফিকির’, ১৮ মে ২০২৫, রবিবার, রাত ১০ টায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *