TV9 বাংলার নিউজ সিরিজ ‘দিল্লি কা লাড্ডু’ ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, রাত ১০টায়
কলকাতা ২রা ফেব্রুয়ারি: ভোট। রাজধানীর ভোট। দিল্লির ভোট। ১৯৫২ সালে শুরু রাজধানীর ভোটের। মাঝে বহুদিন কেন্দ্রের শাসনে থাকার পর আবার দিল্লি বিধানসভার পথ চলা শুরু ১৯৯৩ সালে। তিন দশক পার করে আগামী বুধবার আবার একটা ভোটের সামনে দাঁড়িয়ে দিল্লি। ভাগ্য পরীক্ষার সামনে দাঁড়িয়ে অরবিন্দ কেজরীওয়াল ও তাঁর দল। ২০১৩ সালে আম আদমির পাশে দাঁড়িয়ে দিল্লির রাজনীতিকে পাল্টে দিয়েছিলেন কেজরীওয়াল। কিন্তু সেই কেজরীওয়ালের গায়েই আজ দুর্নীতির কালি। জেলের ঘানি পর্যন্ত টানতে হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাজনীতিতে তাঁর উত্থান দুর্নীতি মুক্ত ভারত গড়ার ডাক দিয়ে। সেই অরবিন্দ কেজরীওয়ালকেই গ্রেফতার হতে হল দুর্নীতির অভিযোগে!
২১ মার্চ ২০২৪। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবগারি দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া-সহ আপের শীর্ষ নেতৃত্বের অনেককেই জড়িয়েছে ইডি। আবগারি দুর্নীতির টাকা দলের কাজে খরচ করার অভিযোগ! এবার তাঁর লড়াই কতটা কঠিন? মুসলিম ভোটব্যাঙ্ক কি কেজরীওয়ালের ভরসা? ২০২০। দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার পরও দিল্লির মুসলিম ভোট পাবেন কেজরীওয়াল? দুর্নীতি ঢাকতে কি ভরসা দান খয়রাতের রাজনীতি? আমাদের রাজ্যেও দুর্নীতির পাহাড় দেখেছি আমরা। যদিও সেই দুর্নীতি শাসক দলকে ব্যাকফুটে ঠেললেও ভোটবাক্সে তার কোনও প্রভাব পড়েনি। দিল্লিতেও কি তেমনটাই হবে? নাকি এবার দুর্নীতির ঢেউ ভাসিয়ে দেবে আপকে? দিল্লির মানুষকে কতটা আশাহত করলো কেজরীওয়ালের আম আদমিরা? বীরেন্দ্র সচদেবার নেতৃত্বে বিজেপি কতটা কঠিন লড়াই করবে আপের সঙ্গে? জনমোহিনী বাজেটই কি মাস্টার স্ট্রোক বিজেপির? গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিল্লি কা লাড্ডু!‘ দেখুন ২ ফেব্রয়ারি, ২০২৫, রবিবার রাত ১০ টায়।