অনুষ্ঠিত হলো আড়িয়দহ ক্লাইম্যাক্স এর দুদিনের নাট্য উৎসব ২০২৪
“আড়িয়াদহ ক্লাইম্যাক্স” এই নাট্য দলটি ২০১৪ সাল থেকে পথ চলতে শুরু করে। কিন্তু গভঃ রেজিস্ট্রেশন হয় ২০১৫ সালের
২৬ ফেব্রুয়ারী। এই নাট্য দলের প্রযোজিত নাটক গুলির মধ্যে উল্লেখযোগ্য নাটক গুলি হল মনোজ মিত্রর লেখা ‘ টাপুর টুপুর’, ‘রাজার পেটে প্রজার পিঠে’, দেবেশ ঠাকুর রচিত ‘চোর’, সৌমেন পালের লেখা ‘ কর্কট ক্রান্তি’, বসন্ত ভট্টাচার্য্যর লেখা ‘অন্তরাল’, বিভু ভট্টাচার্য্যর লেখা ‘অলকা’, চন্দন সেনের লেখা ‘চরিত্রবান চোর’, বিমন বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘স্কাইল্যাব’, অনির্বান মুখোপাধ্যায়ের লেখা ‘ক্ষমা’।
গত ২ ও ৩ রা আগস্ট শুক্রবার এবং শনিবার বরানগর
রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেলো আড়িয়াদহ ক্লাইম্যাক্স এর নাট্যোৎসব ২০২৪। এই উৎসব উদ্বোধন করেন বাংলা রঙ্গমঞ্চের বিশিষ্ঠ আলোক শিল্পী
দেবাশিস চক্রবর্তী এবং বিশিষ্ঠ সাংবাদিক ও নাট্য আলোচক ইন্দ্রজিৎ আইচ । অতিথিদের হাতে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানান আড়িয়াদহ ক্লাইম্যাক্স এর কর্ণধার সবিতা দাস। আলোক শিল্পী দেবাশিস চক্রবর্তী বলেন আমি দীর্ঘ দিন মঞ্চের পেছনে থেকেই কাজ করছি। এটা ভালো লাগছে যে এই দল আমায় একজন শিল্পী হিসাবে যে সন্মান জানালো তাদের এই অবদান আমি মনে রাখবো। সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ বলেন নাট্য মঞ্চের নেপথ্য শিল্পীদের কথা। সেই সঙ্গে বর্তমান সময়ের নাটকের অবস্থা সম্পর্কে আলোকপাত করেন। উৎসবের
প্রথমদিন মঞ্চস্থ হয় বরানগর এবং এর নাটক ” লুল্লু “। রচনা স্বরাজ ঘোষ। নির্দেশনায় ছিলেন সমিত দাস। এই নাটক টি সকলের নজর কাড়ে। এইদিন এর শেষ নাটক
মঞ্চস্থ হয় ” দিনান্তে “। প্রযোজনা
বিভাব নাট্য একাডেমি। রচনা এবং নির্দেশনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। সকলের ভালো লাগে এক ঘণ্টার এই নাটকটি।
দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় আড়িয়াদহ
ক্লাইম্যাক্স এর নতুন নাটক
” বিদুর জননী “। রচনা শিবংকর
চক্রবর্তী। নির্দেশনা সবিতা দাস। এই নাটকে আবহ ও আলোয় মুন্সিয়ানা দেখিয়েছেন তপন বিশ্বাস ও সংলাপ মুখার্জী। মঞ্চ
ভাবনায় নতুনত্ব এনেছেন গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। চমৎকার
অভিনয় করেছেন সবিতা দাস, মৌমিতা চক্রবর্তী, রাজিব বর্ধন,
অমৃত রায় ও অর্ণব ভট্টাচার্য্য।
এই দিনের পরের নাটক মঞ্চস্থ হয় ক্রান্তিকাল এর নাটক
” স্বচ্ছ কাটা “। রচনা সঞ্জয় চট্টোপাধ্যায়। নির্দেশনা নিরাময় চক্রবর্তী। এই উৎসবের শেষ দিনের শেষ নাটক মঞ্চস্থ হয়
” মেঘের দেশে “। প্রযোজনা সোদপুর উজান। রচনা এবং নির্দেশনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী।
সব মিলিয়ে জমে উঠেছিলো দুদিনের এই নাট্য উৎসব।