অন্তিম আবদার

Spread the love

অন্তিম আবদার

মৌসুমী মন্ডল (কলকাতা)

হঠাৎ করেই যদি আসে পরপার থেকে ডাক
পৃথিবী তোমার কাছে একখানা আবদার জমা থাক।
বেদনায় গাঁথা পুষ্পের মালা দিও না’ক গলে
ভুলো না পৃথিবী হুট করে যদি ভিড়ি না ফেরার দলে।
আমার সকল হাসি-আনন্দ আর উছ্বাস জীবনের,
আর সকল সুখের কবিতা বিশ্বাস হৃদয়ের।
আমার ছন্দ, চঞ্চল চলা আর অনিচ্ছাকৃত ভুল
আদরের স্মৃতি নিয়ে ফুটে থাক গাছ ভরা সোনা ফুল।
আমার স্বপ্ন গড়তে গড়তে ভেঙে গেছে কতবার
জিততে জিততে কতবার আমি মুঠোয় পুরেছি হার।
কত না পাওয়ার বেদনা লুকিয়ে হেসেছি সুখের হাসি
আপনজনকে নির্ভার করে গিলেছি কান্না রাশি।
অযুত-লক্ষ-নিযুত যাতনা সহ্যের সব বাঁধ
ফুটে রবে ওই শিমুলের ডালে,আহারে!ভী-ষ-ণ সাধ।
তারপর?কোন হিমভরা ভোরে ঝরে পড়া শিউলিতে
আমার স্মৃতি ছেয়ে যাক কোনো করুণ বিষাদ গীতে।
হাসি-কান্না-ভালোবাসা শেষে পড়ে রয় অভিমান
শিশির সিক্ত শিউলির ফুলে মাখা রবে সেই গান।
নাই বা করলো আপন পৃথিবী,তবু নেই অভিমান, রাগ
সুনীল আকাশ, বৃষ্টি, কুয়াশা সযতনে ভালো থাক।
জীবনের যত ক্ষত রক্তের মত ফুটুক আকাশ জোড়া
দুয়ারের পাশে একখানি গাছ লাগিও কৃষ্ণচূড়া।
এর বেশি আর চাইনা কিছু,চাইবো না কিছু আর
ভুলো না পৃথিবী, ভুলো না আমার এ অন্তিম আবদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *