অবস্থান বিক্ষোভের পাশাপাশি মৌন মিছিল চিকিৎসকদের,রামপুরহাটে

Spread the love

অবস্থান বিক্ষোভের পাশাপাশি মৌন মিছিল চিকিৎসকদের,রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদে সামিল রাজ্যের বহু সরকারি হাসপাতালের চিকিৎসকরা। মঙ্গলবার বিকেলে রামপুরহাটের চিকিৎসকরা মৌন মিছিল সংগঠিত করে। এদিন মিছিলটি শুরু হয় রামপুরহাট জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে এবং ১৪ নং জাতীয় সড়ক হয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মিছিলটি শেষ হয়। তাদের দাবি, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকে খুনের প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই মূলত এই মৌন মিছিল। পাশাপাশি জরুরি বিভাগ ছাড়া সমস্ত বিভাগের স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে অবস্থান বিক্ষোভ অব্যাহত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের। ডিউটিরত তরুণী চিকিৎসকের নিশংস ভাবে খুনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতেই তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। উল্লেখ্য গত শনিবার থেকে একটানা চলছে তাদের এই অবস্থান বিক্ষোভ প্রদর্শন।জুনিয়র চিকিৎসকদের আরো দাবি, ওয়ার্ডে ঢোকার মুখে কোলাপসেবল গেট লাগাতে হবে। মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ও ভেতরের নির্দিষ্ট জায়গা গুলিতে সিসিটিভি লাগাতে হবে। প্রতিটি বিভাগের সামনে নিরাপত্তা কর্মী মোতায়ন এবং স্থায়ী পুলিশ ক্যাম্প করতে হবে।বিশেষ উল্লেখ্য যে গতকাল রামপুরহাট মহকুমা শাসক সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগন বিক্ষোভকারীদের সাথে কথা বলতে গেলেও তারা তাদের দাবিতে অনড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *