অভিনেতৃ সংঘের নাটক ‘সৌদামিনী”র নামভূমিকায় পাপিয়া অধিকারীর অভিনয় অসাধারণ

Spread the love

অভিনেতৃ সংঘের নাটক ‘সৌদামিনী”র নামভূমিকায় পাপিয়া অধিকারীর অভিনয় অসাধারণ

রাজকুমার দাস
বৃটিশের অধিনে পুলিশের চাকরি।
নাস্তানাবুদ করে দিচ্ছে বিপ্লবী অনিল মিত্তির – যার নামে হুলিয়া।
ওকে ধরে দিতে পারলে মোটা পুরস্কার।
আবার পুলিশ অফিসার তার ডি. এস.পি প্রমোশনের আশায় বিপ্লবী কে ধরার আপ্রাণ চেষ্টা।
গুপ্তচরদের সত্য খবর মিথ্যা করে দিতে বিপ্লবী অনিল মিত্তিরের জুরি নেই।
পুলিশ যখন তন্নতন্ন করে ছানমিন করে বিপ্লবী কে খুঁজে বেড়ায়, তেমনি এক ভাইফোঁটার দিনে, দু:সহসিকতা নিয়ে মাঝ রাতে ঐ পুলিশের বাড়িতে এসে বোন সম্বোধন করা, তিন রাত অভুক্ত বলে খাবার চায়।
পুলিশের স্ত্রী সৌদামিনীকে অভয় দিয়ে, দেশ স্বাধীনতার মর্মস্পর্শী কথায় – বোনের অধিকারে আবদ্ধ করে।
ভোরে বিধ্বস্ত হয়ে পুলিশ অফিসার ঘরে ফিরে এসে, স্ত্রীর কাছে জানতে পারে যে – বিপ্লবী অনিল মিত্তির তার ঘরে এসে তারই খাবার খেয়ে গেছে।
সৌদামিনীকে মন্ত্র দিয়ে – ঘরে ঘরে বৃটিশের অধিনে চাকরিরত মানুষদের গৃহবধূদের বিপ্লবী চেতনায় উদবুদ্ধ করে মাতৃ শক্তি কে, বৃটিশের হাত থেকে দেশ মুক্তির রোমহর্ষক রবীন্দ্রনাথ ঠাকুরের বদনাম গল্প অবলম্বনে অভিনেতৃ সংঘের নিবেদন ” সৌদামিনী ” নাটক ‘ বিনোদিনী কেয়া মঞ্চে পরিবেশিত হলো।
চন্দন সেনের নাট্যরূপ, অভিনেত্রী পাপিয়া অধিকারীর অঙ্গসজ্জা, পরিচালনা ও অভিনয়ে নাটকটি সমৃদ্ধ হয়েছে। সংগীত : রোহন দাস, গানে – বিপাশা দে, রানা দাস ও অন্যান শিল্পীবৃন্দ , অভিনয়ে – দীপঙ্কর ঘোস, রানা দাস, বিপাশা দে, রাজা ব্রমহ, অনিমিতা মন্ডল, দাস, স্বপ্না মন্ডল, উদয় বন্দোপাধ্যায়, কল্লোল বসু মল্লিক, সাধন তালুকদার ও আরো অনেকে। পাপিয়া অধিকারীর অভিনয় দর্শকদের কাছে অসাধারণ লেগেছে।আগামী দিনে এই নাটক বর্তমান সমাজকে ভাবাতে শেখাবে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *