অমিতে মন মজেছে রাজ্যপালের! পুনরায় সাক্ষাৎ

Spread the love

অমিতে মন মজেছে রাজ্যপালের! পুনরায় সাক্ষাৎ   

মোল্লা জসিমউদ্দিন টিপু,

 
অমিতে মন মজেছে রাজ্যপালের! একবার বৈঠকে সব কথা হয়নি।তাই চব্বিশ ঘন্টার ব্যবধানে পুনরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাক্ষাৎপ্রার্থী বাংলার রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে সবুজ সংকেত।শনিবার দুপুরে এই সাক্ষাৎ ঘটার সম্ভাবনা। গত শুক্রবার   কলকাতায় ফিরবার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকড়ের।কিন্তু তা হয়নি।গত মঙ্গলবার দিল্লি রওনা দেওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কে টুইট করে ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়িত্ব পালন করার বার্তা দিয়েছেন। এরেই মধ্যে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পঞ্চাশের কাছাকাছি বিধায়কদের সাথে রাজভবনে বৈঠক সেরেছেন। ওয়াকিবহাল মহলের ধারণা,  বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট দিতে দিল্লিতে পাড়ি দিয়েছেন রাজ্যপাল। যাতে রাজ্যের উপর সর্বভারতীয় স্তরে ‘চাপ’ বাড়ানো যায়।গত মঙ্গলবার দিল্লি যাওয়ার পর দেশের রাস্ট্রপতি, কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, কয়লা মন্ত্রী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন।তবে গত শুক্রবার কলকাতায় ফিরবার কথা থাকলেও তিনি দিল্লিতেই থেকে যান।সেইসাথে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে পুনরায় বৈঠক করার ইচ্ছাপ্রকাশ করে থাকেন।যা নিয়ে তিনি টুইটারে জানিয়েছেন সে কথা।রাজনৈতিক মহলের ধারণা, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল ধারাবাহিকভাবে রিপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় সরকার কে।তবে তৃণমূলের তরফে কখনো  সুখেন্দু শেখর রায় রাজ্যপাল কে কেন্দ্রীয় সরকারের ‘শাহেনশাদের এজেন্ট’ বলেছেন। আবার  কখনো বা মহুয়া মৈত্র আঙ্গেল জি বলে কটাক্ষ-বানে বিদ্ধ করেছেন রাজ্যপাল কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *