অমৃতলোকে পাড়ি দিলেন বিশিষ্ট শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল
। সাধন মন্ডল বাঁকুড়া:—-সারেঙ্গা ব্লকের বাগজাতা বাসুদেবপুর মহাত্মা গান্ধী শতবার্ষিকী স্মৃতি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী গৌরভক্ত গোপাল চন্দ্র মন্ডল ৮১বছর বয়সে বৃহস্পতিবার দুপুরে অমৃত লোকে পাড়ি দিলেন ।উনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। সারেঙ্গা ব্লকের প্রত্যন্ত গ্রাম বাসুদেবপুর এই বাসুদেবপুর গ্রাম থেকেই প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর কয়েক কিলোমিটার দূরে কুসুমটিকরি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। বাসুদেবপুর গ্রামে তার পৈত্রিক বাড়ি বর্তমানে তিনি রাইপুরের বাসিন্দা ছিলেন ।বাসুদেবপুর গ্রাম থেকে পড়াশোনা করে বাংলাতে এমএ পাস করেন যা সেই সময় বাসুদেবপুর গ্রামের প্রথম এমএ পাস। গোপাল বাবুসহ বাসুদেবপুর গ্রামের আরো কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব এবং গ্রামের বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় মন্ডল এর উদ্যোগে এলাকার পড়ুয়াদের কথা চিন্তা করে বাসুদেবপুর গ্রাম সংলগ্ন মাঠে চালা ঘরে জুনিয়র হাই স্কুলের পাঠদানশুরু হয়। এবং এই বিদ্যালয়ের কি নামকরণ করা হবে তা গোপাল বাবুরাই ঠিক করেছিলেন। ১৯৬৯ সালে বিদ্যালয় শুরু হয় দীর্ঘদিন ওনারা বিনা পারিশ্রমিকে এলাকার ছাত্রছাত্রীদের পাঠদান করে গেছেন পরে ১৯৭১ সালে বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি লাভ করে। মৃত্যুকালে তিনি তার স্ত্রী এক পুত্র ও দুই কন্যা ও বেশ কয়েকজন প্রতিষ্ঠিত নাতি-নাতনী রেখে গেলেন। গোপাল বাবুকে শ্রদ্ধা জানাতে তার স্মৃতিতে ২৭ সেপ্টেম্বর বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ ছিল। বাসুদেবপুর নেতাজী সংঘ গোপাল বাবুর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।