‘অরোরা’ শিরোনামে বিদ্যালয়ে দুইদিন ব্যাপী প্রতিযোগিতা
সেখ সামসুদ্দিন, ৫ অক্টোবরঃ মেমারি ক্রিস্টাল মডেল স্কুল ইকো ফিউশন থিমে সচেতনতা থেকে কার্যকর করার লক্ষ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় আজ। এই অনুষ্ঠানে সায়েন্স একজিবিশন, আর্ট এন্ড ক্রাফট একজিবিশন, কুইজ, ডিবেট, ডকুমেন্টারি, প্রেজেন্টেশন এবং কোডিং কম্পিটিশন রয়েছে, যার পোশাকি নামকরণ ‘অরোরা’। এই অরোরা অনুষ্ঠানে প্রতিযোগিতায় যোগ দিতে পারে যে কোন স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের অধ্যক্ষ অরুনকান্তি নন্দী জানান প্রথমদিনে বাড়ির বর্জ্য পদার্থ দিয়ে বিভিন্ন মডেল বানিয়ে প্রতিযোগিতা, অবশ্যই প্লাস্টিক বর্জিত দ্রব্য ব্যবহার করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে বার্তা দেওয়া হচ্ছে লার্নিং, শেয়ারিং এন্ড গ্রোয়িং যার অর্থ একসাথে শেখো, পরস্পর ভাগ করে নাও এবং একসঙ্গে বড় হও-একসঙ্গে বাঁচো। দ্বিতীয় দিনে হবে বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী। অধ্যক্ষের কাছে আরও জানা যায় এদিনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল চমকপ্রদ। ম্যানুয়ালি ফিতে কাটা বা অনুষ্ঠানের কক্ষে পর্দা সরানো হয়নি, সবটাই বিজ্ঞান ভিত্তিতে ইলেকট্রনিক প্রযুক্তির ব্যবহারে অটোমেটিক করা হয়। বিদ্যালয়ের চেয়ারম্যান সৌভিক রায়চৌধুরী জানান পরিবেশের যে খামখেয়ালী অবস্থা চলছে, ঋতুপর্যায় ভুলে অসময়ে গরম, ঝড়, বৃষ্টি, নিম্নচাপ ইত্যাদি চলছে তার থেকে নিষ্কৃতি পেতে ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রচার, বাড়িতে তার প্রয়োগ করে নানাভাবে দূষণমুক্ত হতে প্রচেষ্টা করা হচ্ছে।