‘অল ড্রাইভারস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর পশ্চিমবঙ্গে নিবন্ধীকরণ
‘অল ড্রাইভারস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ পশ্চিমবঙ্গে নিবন্ধিত সংগঠনের মর্যাদা পেলো। ৬ নভেম্বর বুধবার, এই সংস্থা তাদের রেজিস্ট্রেশন নম্বর পেলো।
ভারতবর্ষের ২২ টা রাজ্যে অল ড্রাইভারস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমস্ত রকমের গাড়িরচালকদের কল্যাণে পাঁচ বছর ধরে কাজ করে চলেছে। সারা দেশে এই সংস্থার সদস্য সংখ্যা প্রায় সাত লক্ষ।
সংস্থার জাতীয় সভাপতি সুরেন্দ্র প্রসাদ সাংবাদিকদের বলেন, “গাড়িচালকদের স্বার্থ রক্ষায় ভারত সরকারের কাছে আমরা ২৯ টা দাবি জানাবো। তার মধ্যে প্রধান দাবি হলো গাড়ি চালকদের সুরক্ষায় আইন প্রনয়ণ।”
পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মোশারফ হোসেন জানিয়েছেন, অল ড্রাইভারস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অধিভুক্ত সংগঠন হিসেবে এরাজ্যে নিবন্ধীকরণ হওয়ার ফলে পশ্চিমবঙ্গের গাড়িচালকদের দাবি দাওয়া আরো জোরালোভাবে তুলে ধরা যাবে।