“আই লাভ মোহাম্মদ”- বিষয়ক কর্মসূচি পালনকারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা গাইসাড়া শরীফে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সম্প্রতি আই লাভ মোহাম্মদ বিষয়ক ব্যানার সহযোগে বিভিন্ন রাজ্যের মধ্যে কর্মসূচি পালনকারীদের উপর বেআইনি ও অন্যায়ভাবে অত্যাচার নেমে এসেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুসলিম ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সেরূপ মঙ্গলবার বীরভূমের রাজনগর ব্লকের গাইসাড়া শরীফের মাজার শরীফ প্রাঙ্গণে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় রাজনগর খয়রাশোল দুবরাজপুর সিউড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বীরভূম সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যেরও বহু গ্রাম থেকে মানুষজন জমায়েত হন এদিনের প্রতিবাদ সভায়। পাশাপাশি উক্ত বিষয়ে গণ স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি বীরভূম জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানা যায়। এদিন প্রতিবাদ সভায় প্রধান বক্তারূপে বক্তব্য রাখেন খানকাহ এ বোখারিয়া গাইসাড়া শরীফের গদ্দীনসীন মৌলানা সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ও ঝাড়খণ্ডের নানান এলাকা থেকে আগত আলেম, উলেমা, পেশ ইমামগন।সকল বক্তার বক্তব্যে ফুটে ওঠে যে বক্তারা দেশের বিভিন্ন রাজ্যে ” আই লাভ মোহাম্মদ ” বিষয় ঘিরে ইসলাম ধর্মাবলম্বী মুসলিমদের উপর নানান ধরণের অত্যাচার চালানো হচ্ছে ৷ যাহা দেশের আইন মোতাবেক অসাংবিধানিক। অন্যান্য রাজ্যের সরকার ক্ষমতার অপব্যবহার করে একপ্রকার মুসলিমদের উপর দমন পীড়ন করা হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে এবং শান্তিপূর্ণ ভাবে এরূপ কর্মসূচি আগামীতেও করা হবে।যে কোনো অন্যায় অত্যাচার, অবিচার,অনিয়মের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি চলবে। প্রতিবাদ হবে শান্তিপূর্ণ কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।অতএব প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হোক কিন্তু শান্তি শৃঙ্খলা বজায়রেখে চলার আহ্বান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
