আইজেএর বর্ধমান শহরে রক্তদান শিবির

Spread the love

সেখ সামসুদ্দিন, ১৫ মেঃ ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে আজ একটি রক্তদান শিবির করা হয়। শহীদ শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংক এর সহযোগিতায় বর্ধমান রামাশীষ হিন্দি উচ্চ বিদ্যালয়ে ২৫ জন রক্তদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশ চন্দ্র সরকার, বিডিএ চেয়ারম্যান কাকলী তা গুপ্ত, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর চায়না কুমারী, পৌরসভার এম সি আই সি সুমিত শর্মা, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায় ও বর্ধমান শাখার সভাপতি স্বপন মুখার্জী, বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ডঃ বিদ‍্যানন্দন সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে এসে যোগ দেন রাজ্য কমিটির সভাপতি এস সাবানায়কন ও সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত। এদিন বাংলা সংবাদপত্রের জনক গঙ্গাকিশোর ভট্টাচার্য্য স্মৃতি স্মারকে মাল্যদান, জাতির জনক মহাত্মা গান্ধী ও বর্ণপরিচয় এর জনক ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান এর মধ্য দিয়ে রক্তদান শিবির এর সূচনা করা হয়। বিদ‍্যালয়ে একটি চারগাছ রোপন করেন এমসিআইসি সুমিত শর্মা এবং তাকে সহযোগিতা করেন বিডিএ চেয়ারম্যান কাকলি তা গুপ্ত। এদিন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *