আইসিইউ যুক্ত বেসরকারি হাসপাতাল চালু হলো ভাতারে

Spread the love

ভাতারে আইসিইউ যুক্ত বেসরকারি হাসপাতাল চালু হলো

আমিরুল ইসলাম , ভাতার

ভাতারের এই প্রথম আইসিইউ যুক্ত সেবালয় হাসপাতালের শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার , খুশি এলাকার মানুষ।ভাতার ব্লকে কোথায় আইসিইউ পরিষেবা যুক্ত হসপিটাল ছিল না। কদমতলায় একটি বেসরকারি সেবালয় হাসপাতালের শুভ উদ্বোধন হলো। সমস্ত আধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এই সেবালয় হাসপাতালে বলে জানান কর্তৃপক্ষ।বিগত কয়েক বছর ধরেই এই বেসরকারি হসপিটাল চলছে, কিন্তু পরিকাঠামোর ঠিকঠাক না থাকায় সেই হসপিটালের পরিকাঠামো আবার আধুনিক করে তার শুভ উদ্বোধন হলো।
উপস্থিত ছিলেন চিকিৎসক অনির্বাণ কর্মকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
এই হসপিটালের কর্ণধর তন্ময় যশ জানান যে, -“আমরা চেষ্টা করব সাধারণ গরিব মানুষদের পাশে থাকার। সমস্ত রকম চিকিৎসা পরিষেবা নিয়ে নতুন করে আবার পথ চলা শুরু করলাম। আশা করছি এখানকার সমস্ত মানুষকে ভালো পরিষেবা দিতে পারব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *