কমল বড়া
সংক্রমণ আটকাতে জেলাশাসকের নির্দেশমতো আগামীকাল থেকে ফের নতুন করে কালনা পৌরসভা এলাকায় জুড়ে কড়াকড়ি লকডাউন ঘোষণা করল কালনা পৌরসভা,এই লোকডাউনের থেকে বাদ যাচ্ছে সবজি বাজার,মাছ বাজার ও বিশেষ কিছু জরুরী পরিষেবা,কড়াকড়িভাবে লকডাউন সামাল দেবেন কালনা থানা পুলিশ,