আজ ‘আক্রান্ত’ এনআইএর অভিযোগ শুনবেন বিচারপতি সেনগুপ্ত
নিজস্ব প্রতিনিধি,
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। ভূপতিনগরে গিয়ে তাদের আধিকারিকেরা ‘আক্রান্ত’ হয়েছেন, মঙ্গলবার রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আজ অর্থাৎ বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে । এদিন সব পক্ষকে মামলার কপি পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত সপ্তাহে ভূপতিনগরে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করার পর এনআইএ-কে হামলার শিকার হতে হয়েছে। তদন্তকারীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করলেও কোন ব্যবস্থা নেয়নি রাজ্য পুলিশ। উল্টে তাদের আধিকারিকদের বিরুদ্ধেই শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে, এই ঘটনার প্রেক্ষাপটে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ।আদালত সুত্রে প্রকাশ গত শনিবার থেকে ভূপতিনগর কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির সঙ্গে এনআইএ-র ‘ষড়যন্ত্রের’ বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এসপি ধনরাম সিং-এর বাড়ির ঠিকানা তুলে ধরে জানান, সেখানে গত ২৬ মার্চ সন্ধ্যায় সাড়ে ৬ টায় গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আর সেখানেই বাংলার কোন তৃণমূল নেতাদের বাড়িতে এনআইএ হানা দেবে তার তালিকা দেওয়া হয় বলে দাবি কুণালের। শুধু তাই নয়, একটি সাদা প্যাকেটও এনআইয়ের ওই অফিসারকে দেন বিজেপি নেতা। সেই প্যাকেটে টাকা ছিল কি না? তা পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছে তৃণমূলের মুখপাত্র। যদিও তৃণমূলের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ।অন্যদিকে, এনআইএ বিবৃতি দিয়ে জানিয়েছে, -‘আইন মেনেই তদন্তে গিয়েছিলেন তাদের অফিসাররা’। তদন্তকারীরা জানিয়েছেন, -‘আদালতের নির্দেশে ভূপতিনগরের বোমা বিস্ফোরণে তদন্তে নেমেছেন তাঁরা। শনিবার আইন মেনেই ভূপতিনগরে যান এনআইএ-র অফিসাররা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। এই নিয়ে ভূপতিনগর থানাকেও জানানো হয়েছিল’। আজ অর্থাৎ বুধবার এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।