খায়রুল আনাম বীরভূম : পতাকা উত্তোলন ও মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন ও ৭৫টি প্রদীপ শিখার মধ্য দিয়ে বোলপুর-শান্তিনিকেতনের আদিত্যপুরে উদ্ধোধন করা হলো ১৯৫০ সালে প্রতিষ্ঠিত আদিত্যপুর প্রগতি সংঘের ৭৫ বছর পূর্তি উৎসবের। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, অধ্যাপিকা সবুজকলি সেন, শ্রীকুমার চট্টোপাধ্যায় প্রমুখ।
আদিত্যপুর প্রগতি সংঘের ৭৫ তম বার্ষিকী
![](https://banglarkhoborakhobor.com/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0044.jpg)