আনন্দধারা ১৫ বছর পদার্পণে শ্রদ্ধা অনুষ্ঠান
সেখ সামসুদ্দিন, ১৭ নভেম্বরঃ আনন্দধারা নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ বছরে পদার্পণ। এই ১৫ বছর পদার্পণ উপলক্ষে সারা বছর নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে বলে ঘোষণা করেন নৃত্য শিক্ষক সৈকত চোঙদার। আজ মেমারি কৃষ্টি হলে শ্রদ্ধা শিরোনামে সৃজনশীল নৃত্য উৎসব করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন খ্যাতনামা নৃত্য শিল্পী মমতা শঙ্কর এবং বিশেষ অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দ্রদয় ঘোষ, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী নৃত্যের পর প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আনন্দ ধারার উদ্যোগে এলাকার অন্যান্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় এদিনের সৃজনশীল নৃত্য উৎসব করা হয়। সহযোগী প্রতিষ্ঠানগুলো হল মনজির, নৃত্যকলা ডান্স একাডেমি, নৃত্যবিতান, ঝুমুর নৃত্যাঙ্গন, নান্দনিক, এস এস ডান্স একাডেমি, নৃত্যাঙ্গন, সুশ্রী ও বীণাপাণি ডান্স একাডেমি। দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেন প্রধান অতিথি মমতা শঙ্কর। অনুষ্ঠানের শেষে সহযোগী সংস্থার অংশগ্রহণকারী শিল্পীদের হাতে আনন্দধারার পক্ষ থেকে ডাইরেক্টর মিনতি চোঙদার ও শিক্ষক সৈকত চোঙদার।