‘আন্তরিক’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হলো আগমনী অনুষ্ঠান

Spread the love

‘আন্তরিক’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হলো আগমনী অনুষ্ঠান

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান -:

   শরতের নীল আকাশে খেলা করছে পেঁজা তুলোর মত সাদা মেঘ, বাতাসে শিউলী ফুলের গন্ধ, মাঠে আলতো হাওয়ায় দুলছে কাশফুল, একতারা হাতে নিয়ে গৃহস্থের বাড়ির দরজায় আগমনী গান গাইছেন বোষ্টমী - এসব কিছু মা দুর্গার আগমনের ইঙ্গিত দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা এই দিনটির অপেক্ষায় থাকেন। কিন্তু দুর্গাপুর ও তার পার্শ্ববর্তী এলাকার  সংস্কৃতিপ্রেমী মানুষেরা অপেক্ষায় থাকেন 'আন্তরিক' সাহিত্য পত্রিকা গোষ্ঠী আয়োজিত আগমনী অনুষ্ঠানের। গত কয়েক বছরের মত এবারও সংশ্লিষ্ট পত্রিকা গোষ্ঠী তাদের হতাশ করেনি। দুর্গাপুরের একটি সভাগৃহে আয়োজিত হয় আগমনী অনুষ্ঠানের। 

  'চন্ডীপাঠ' ও 'আগমনী' সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কবি দেবব্রত মুখার্জি, পাঁচুগোপাল ব্যানার্জি ও বিশিষ্ট  সঙ্গীত শিল্পী অর্চনা সিংহ রায়। সৃষ্টি হয় এক ভাবগম্ভীর পরিবেশ। পরে উপস্থিত ব্যক্তিরা মা দুর্গার প্রতিকৃতির সামনে পুষ্প নিবেদন করেন এবং প্রদীপ প্রজ্জ্বলন ও শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে  সংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।  

 ৩০ জন শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত, নৃত্য, আলেখ্য সহ অন্যান্য কর্মসূচিতে ভরপুর পাঁচ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠানটি একসময় অন্য উচ্চতায় পৌঁছে যায়। মা দুর্গার আগমনের প্রাক্কালে সবার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে।

     অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিবদাস রুদ্র, অলক্তিকা চক্রবর্তী, অশোক সৌ মন্ডল, সোমা সরকার, গৌতম দাস, চন্দ্রা পাঁজা, মধুসূদন রায়, মিতালী সরকার, সুতপা অধিকারী সেন, উমা শঙ্কর সেন, অর্পিতা  অধিকারী, বৈশাখী মুখোপাধ্যায় ,শর্মিষ্ঠা ভট্টাচাৰ্য, দেবাশিস দে, কান্তা সেন, রঘুনাথ সিনহা, বাসুদেব গোস্বামী, শিপ্রা ব্যানার্জ্জী, সুইটি রায় প্রমুখ শিল্পীরা। ক্ষুদে শিল্পী বিপাশা এবং রীনার নৃত্য দর্শকদের সকলের মন ছুঁয়ে যায়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রানু ব্যানার্জি।

      আন্তরিক পত্রিকার সম্পাদিকা তথা কবি ও বাচিক শিল্পী অন্তরা সিংহ রায় বললেন, শহরের বুকে সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে অব্যাহত রাখা এবং পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করার জন্য আমরা প্রতি মাসেই একটি করে সাহিত্য-সংস্কৃতির আড্ডার আয়োজন করে থাকি। আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে এবার আমরা মা দুর্গার আগমনে আগমনী অনুষ্ঠানের আয়োজন করেছি। 

    প্রসঙ্গত, গত ৭ বছর ধরে 'আন্তরিক' সাহিত্য  পত্রিকা গোষ্ঠী দুর্গাপুরের বুকে সাহিত্য অনুষ্ঠানের পাশাপাশি ভিন্ন স্বাদের অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সম্প্রতি তাদের পক্ষ থেকে   'শিক্ষক দিবস' উপলক্ষ্যে তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মানিত করা হয়। অনুষ্ঠান মঞ্চটি নিজের হাতে সাজিয়েছেন আন্তরিক পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *