আন্তর্জাতিক বন্ধু দিবসে…

Spread the love

আন্তর্জাতিক বন্ধু দিবসে

একটু হাত বাড়িয়ে দাও
তোমাকে ধরি

অনেকদিন ধরে বলব বলব করে বলতে পারি নি ।
আজ তোমাকে বলি –
মেঘলা দিনের মিষ্টি রোদ্দুর তুমি ‌।
নীল আকাশের বুকে
তোমাকে নিয়ে ভেসে থাকতে পারি ‌।
পর্ণ কুঠিরে তোমার চোখের স্বপ্ন হতে পারি ।
তোমাকে ছাড়া কাকে বলব সুখ -দুঃখের কথা ?
কে বুঝবে আমার মনের ব‍্যাথা ?

একা থাকতে ভীষণ কষ্ট হয় ।
তাই তোমাকে নিয়ে সময় কেটে যায় ।
রাতের গভীরেও তুমি জেগে আছো আমার পাশে ‌।
জানালা দিয়ে মিষ্টি রোদ হয়ে
সকালে তুমি চোখ মেল
আমার চোখে ‌।
একটু হাত বাড়িয়ে দাও
তোমাকে ধরি ।
মনে মনে যা ভাবি আজ বলি তোমাকে ।
নিজেকে নিঃশেষ করেছি তোমাতে বিলীন হব বলে।

সুবল সরদার
মগরাহাট
দক্ষিণ ২৪ পরগনা
তাং ০৮ ০৭ ২০১২
ফোন ৯৬০৯০৫৮৫২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *