আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন, মুরারই ব্লকে

Spread the love

আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন, মুরারই ব্লকে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বছরের শেষ লগ্নে ও আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদের রেশ যেন কমে ও কমছে না।বরং প্রতিবাদের পারদ বেড়েই চলেছে।মঙ্গলবার বীরভূম জেলা এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির মুরারই লোকাল কমিটির পক্ষ থেকে স্থানীয় এলাকায় প্রতিবাদ মিছিল বের হয় এবং মুরারই এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট আবাস যোজনা সংক্রান্ত বিষয়ে ডেপুটেশন প্রদান করা হয়।এদিন মিছিলে শ্লোগানের মাধ্যমে এবং বিডিও র কাছে স্মারকলিপিতে যে দাবিগুলো তুলে ধরা হয় তার মধ্যে ছিল -প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপযুক্ত তালিকা প্রকাশ করা। রাজনীতির রং না দেখে অনুপযুক্ত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে সমীক্ষার কাজ নয় , উপযুক্ত সরকারী কর্মচারীদের দিয়ে আবাস যোজনার বাড়ি অনুসন্ধানের কাজ করানো। যাদের মাথা গোঁজার উপযুক্ত আস্তানা নেই , সেই দরিদ্র মানুষ তথা প্রকৃত প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করতে হবে । এবং অন্যায় ভাবে আবাস যোজনার তালিকায় নাম ঢোকানোর কাজে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে।এদিন বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন সংগঠনের মুরারই লোকাল কমিটির সম্পাদক গোলাম মুজতবা, সদস্য সেমিম আক্তার, বাঞ্ছারাম মাল প্রমুখ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *