আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মন্ত্রী অরূপ রায়।
সাধন মন্ডল বাঁকুড়া:-আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে মন্ত্রী অরূপ রায় ,সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যাপক শ্যামল সাঁতরা, খাতড়া মহকুমা শাসক শুভম মৌর্য প্রমূখ। সিমলাপালের লক্ষীসাগর উচ্চ বিদ্যালয় শিবিরে আজ শুক্রবার শিবির পরিদর্শন করে মন্ত্রী অনুপ রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ৭০ টি ও বেশি সেবামূলক কর্মসূচি রাজ্যজুড়ে পালিত হচ্ছে সেই প্রকল্পগুলি ঠিক মতো রুপায়ন করার দায়িত্ব আপনাদের আপনারাই আপনাদের এলাকার উন্নয়ন ঘটাতে পারেন। প্রতিটি বুথের জন্য উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা এই মুহূর্তে দেওয়া হচ্ছে যা আপনাদের দেওয়া প্রকল্প গুলি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবে রূপ পাবে।। সংসদ অরূপ চক্রবর্তী বলেন আমরা আপনাদের সাথে ও পাশে রয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলি থেকে যাতে কোন মানুষ বঞ্চিত না হন। সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে এখানে কোন রকম ভেদাভেদ নেই কোন রকম রাজনৈতিক রমণী সকলেই মমতাময়ী মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলির সুবিধা করবেন। আজ তালডাংরা বিধানসভার এলাকার হাড়মাসড়া এবং লক্ষীসাগর এলাকায় শিবির পরিদর্শন করলেন মন্ত্রী সহ বিশিষ্ট জনেরা।