আরজিকর কান্ডে কারা ছড়াচ্ছে নিহত নির্যাতিতার ভুয়ো পোস্ট? সিবিআই কে তদন্তের নির্দেশ
মোল্লা জসিমউদ্দিন,
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে আরজিকর সংক্রান্ত মামলা।আরজিকর হাসপাতালের নিহত নির্যাতিতার নাম ও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যের অভিযোগ উঠেছে। এমনকি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে নির্যাতিতার নাম করে পোস্ট করা হয়েছে। কারা করেছে সে কাজ? এবার এই সমস্ত বিষয়ে তদন্ত করবে সিবিআই, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা উল্লেখ করা হয়।সেখানে বলা হয়, সোশ্যাল মিডিয়ার পোস্টে নির্যাতিতার ছবি সহ নোংরা কমেন্ট করা হচ্ছে। যারা এই সমস্ত কমেন্ট করছে তাদের প্রোফাইল গুলি ফেক হতে পারে। তাই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সিবিআই তদন্তের দাবি করা হয়। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে ।এদিন প্রধান বিচারপতি নির্দেশে জানিয়েছেন, -‘যেহেতু এই মামলা তদন্ত করছে সিবিআই তাই এই বিষয়টিও সিবিআই দেখবে’। তবে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়েছেন ‘সাইবার সংক্রান্ত অপরাধ দেখার মত সিবিআই এর আলাদা কোনও শাখা নেই। তাই রাজ্যের যে সাইবার ক্রাইম সংক্রান্ত শাখা রয়েছে তাঁদেরকেও এ বিষয়ে তদন্ত করতে বলা হোক। যদিও প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন -‘যদি তেমনটা করতে হয় তাহলে সিবিআই রাজ্যের সাইবার ক্রাইম শাখাকে বিষয়টি দেখার জন্য বলতে পারে’। আগামী ১৮ সেপ্টেম্বর মূল মামলার শুনানির দিন এই সাইবার সংক্রান্ত অপরাধ দিয়ে রিপোর্ট দিতে হবে সিবিআইকে। তেমনি নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।আরজি করের নির্যাতিতার ছবি-ভিডিও যাতে কোনওভাবে না ছড়ায় তার জন্য কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকলে তা দ্রুত মুছে দেওয়ারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও তা ছড়াচ্ছে বলে অভিযোগ।সেই পরিপ্রেক্ষিতে এবার সিবিআই-এর রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জয়েন্ট ডিরেক্টরের রিপোর্ট চাওয়া হয়েছে।চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা তো বটেই, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তও করছে সিবিআই। কিন্তু নির্যাতিতার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এই অভিযোগে আদালতে আলাদা মামলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশ, -‘যেহেতু এই মামলা তদন্ত করছে সিবিআই তাই এই বিষয়টিও তাঁরাই খতিয়ে দেখবে’। সেই কারণেই সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরের রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।সোশ্যাল মিডিয়ায় আরজি করের নির্যাতিতার নাম ও ছবি শেয়ার করা নিয়ে একটি জনস্বার্থ মামলা উল্লেখ করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে নির্যাতিতার ছবিসহ জঘন্য কমেন্ট করা হচ্ছে। যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছে তাদের প্রোফাইল গুলি ফেক হতে পারে। হাইকোর্ট জানিয়েছে ,-‘ যদি তেমনটা করতে হয় তাহলে সিবিআই রাজ্যের সাইবার ক্রাইম শাখাকে বিষয়টি দেখার জন্য বলতে পারে’। আগামী ১৮ সেপ্টেম্বর মূল মামলার শুনানির দিন এই সাইবার সংক্রান্ত অপরাধ দিয়ে রিপোর্ট দিতে হবে সিবিআইকে।