আরজিকর মামলায় সন্দীপ ঘোষ সহ ধৃত ৪ জনের ১৪ দিনের জেল হেফাজত

Spread the love

 আরজিকর মামলায় সন্দীপ ঘোষ সহ ধৃত ৪ জনের ১৪ দিনের জেল হেফাজত

নিজস্ব প্রতিনিধি, 

সোমবার আলিপুর আদালতে সিবিআই এজলাসে উঠেছিল আরজিকর হাসপাতালে দুর্নীতি বিষয়ক মামলা।আরজি কর হাসপাতালে   দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ-সহ  ধৃত ৪ জনের ফের ১৪ দিনের  জেল হেফাজতরে নির্দেশ দিলেন বিচারক ।এদিন সওয়াল জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী জানান –  ‘অত্যন্ত প্রভাবশালী সন্দীপ ঘোষ, জামিন পেলে তদন্ত ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।’ ধৃতদের মোবাইল ফোন থেকে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য’। আলিপুর আদালতে সিবিআইয়ের দাবি -‘ আরজিকরে দুর্নীতিতে অভিযুক্তেরা ‘অত্যন্ত প্রভাবশালী’। এরফলে তাঁরা অন্য সাক্ষীদের প্রভাবিত করতে পারেন’। সিবিআইয়ের এহেন সওয়ালে  অভিযুক্তদের আগামী ৭ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সন্দীপ ছাড়াও জেল হেফাজত হল সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং সন্দীপের নিরাপত্তা রক্ষী আফসর আলির।আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের আরও দাবি, -‘মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমরি কার্ড-সহ অন্তত ১৮টি ডিজিটাল ডিভাইসের ‘ক্লোনিং’ করা হয়েছে’। সেগুলি খতিয়ে দেখছে সিবিআই। ওই যন্ত্রগুলিতে থাকা নথি থেকে তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেও মনে করছে সিবিআই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *