অন্য ভাবে নেতাজি জন্ম জয়ন্তী পালন

Spread the love

বীরভূম, সন্ত উমাকান্ত জি ভারতীয় সাধক সমাজের এক উল্লেখযোগ্য নাম I মধ্যপ্রদেশের উজ্জয়নে জয় গুরু দেব উমা কান্ত জীর প্রধান আশ্রম রয়েছে l দেশ জুড়ে রয়েছে নানা শাখা কেন্দ্র l পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা কেন্দ্র রয়েছে সাঁইথিয়ায় l এই শাখা কেন্দ্রটির উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো নেতাজি জন্ম দিবস l সাঁইথিয়া বনগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একশো শিশুকে ভোজন প্রসাদ দেওয়া হয় l সন্ত উমাকান্ত জির আদর্শকে ভারত তথা বিশ্বজুড়ে এগিয়ে নিয়ে চলেছে এই সংস্থাটি l বিশ্বের বেশ কয়েকটি দেশে সময় সাধক উমাকান্ত জী আশ্রম রয়েছে l সন্ত উমাকান্ত জির জন্ম ও উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে l সাধনা ও মানব প্রেম কে সম্বল করে তিনি এগিয়ে চলেন, তার ভাবধারাকে সামনে রেখে নানা সমাজ কল্যাণ মূলক কাজ ও অনুষ্ঠান আজও এগিয়ে চলেছে l ভারতবর্ষের হরিয়ানা একটি সর্ববৃহৎ আশ্রম নির্মিত হচ্ছে এই মহান সন্তের নামে l তাঁর শ্রীমুখ নিস্তৃত মহিমান্বিত “জয় গুরুদেব” নাম বহু মানুষকে ত্রাণ করে l জাতি ধর্মের উর্ধ্বে উঠে মানবতাকেই তিনি শ্রেষ্ঠ ধর্ম মনে করেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *