‘ইতি রঞ্জন’

Spread the love

বাপন দাঁ,

‘ইতি রঞ্জন’: সঙ্গীত, পাঠ, এবং অভিনয় দিয়ে সাজানো ঘরোয়া পরিবেশে একটি রাবীন্দ্রিক উপস্থাপনা । আজকের পৃথিবীতে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? এখনকার সময়ে লাবণ্য, মৃণাল, নন্দিনী, এলা’রা ঠিক কেমন হতেন, কেমন করে বাঁচতেন, কি বলতেন? চলার পথে ওদের সেদিনের সেই জীবনযুদ্ধ, রোজকার লড়াই, বাঁধনমুক্তি, সেগুলি কি আজও প্রাসঙ্গিক? নাকি শুধু সমস্যা গুলোর চরিত্র বদলেছে? যুদ্ধ, ব্যাধি, সামাজিক বিভাজনে জর্জরিত আজ আমাদের পৃথিবী । রবি ঠাকুরের গান, কবিতা ব্যক্তিগত এবং সামগ্রিক ভাবে আজ ও কি শান্তির বারি প্রদান করতে পারে আমাদের মনে?

বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে এই প্রয়াসে হাত মিলিয়েছেন ড: মৌসুমী ব্যানার্জী ও সৌম্য ব্যানার্জী। জীবনের দুই ভিন্ন ক্ষেত্র থেকে আসা দুজন মানুষ যাদের ভালোবাসা এবং আবেগের জায়গা রবীন্দ্রনাথ।

গান: ড: মৌসুমী ব্যানার্জী
সরোদ: সৌম্য ব্যানার্জী
পাঠ : ড: মৌসুমী ব্যানার্জী, সৌম্য ব্যানার্জী
গিটার, সংগীতায়োজন: অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়
কিবোর্ড: দেবাশীষ সাহা
তবলা: গৌতম চৌধুরী
ভাবনা: ড: মৌসুমী ব্যানার্জী
নির্দেশনা: ড: রাজীব চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *