ইসকন আউট পোস্ট রাইপুরে শ্রীল প্রভুপাদের অভিষেক ও নন্দ উৎসব উদযাপন।
সাধন মন্ডল বাঁকুড়া:—ইসকন পরিচালিত রাইপুর মদন গোপাল জিউকৃষ্ণ মন্দিরে আজ মহাসমারোহে পালিত হল নন্দ উৎসব এবং ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ এর জন্ম অভিষেক উৎসব ।সকাল থেকেই ভক্তদের ভিড় উপছে পড়েছিল মন্দির প্রাঙ্গনে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্ত এই উৎসব উপলক্ষে হাজির হয়েছেন। আজ শ্রীল প্রভুপাদ এর অভিষেক হয় ঠিক বেলা ১১ টায় মন্দিরের অধ্যক্ষ রসময় আনন্দ কৃষ্ণ দাস প্রভু সহ মন্দিরের ভক্তবৃন্দরা অভিষেকে অংশগ্রহণ করেন। প্রায় ২০ কেজি ওজনের একটি কেক কাটা হয় যা দেখতে হাজার হাজার ভক্ত হাজির হয়েছিলেন। মন্দিরেরপক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দের জন্য দুপুরে মধ্যাহ্ন প্রসাদের ব্যবস্থা ছিল।