ইয়াসে দুর্ঘটনা এড়াতে কিছু এলাকা বিদ্যুৎহীন, সিইএসসি
গোপাল দেবনাথ,
সম্প্রতি আমফানে মহানগর টানা এক সপ্তাহের বেশি সময়কাল ছিল বিদ্যুৎহীন। সেসময় রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার এহেন বিদ্যুৎহীন অবস্থায় ক্ষুব্ধ ছিলেন। তাই এবার কোমর বেঁধে নামছে সিইএসসি কর্তৃপক্ষ। সোমবার মহানগর কলকাতার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তরফে অভিজিৎ ঘোষ এক সাংবাদিক সম্মেলন করে সিইএসসির পরিকল্পনা সহ কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়ে বিস্তারিত তথ্য দেন।কোন কোন এলাকা বিদ্যুৎহীন রাখা হবে ইয়াস ঝড়ের সময় তা উল্লেখ করেন তিনি।যাদবপুর, বেলেঘাটা, মানিকতলা এলাকায় যেখানে ওভারহেড তার রয়েছে সেখানে প্রাণহানি দুর্ঘটনা রোধে আগে থেকেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। ইতিমধ্যেই দেড় হাজার জেনারেটর মজুত রেখেছে সিইএসসি কর্তৃপক্ষ। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক রাখতে আড়াই হাজার পেশাদার অভিজ্ঞ ব্যক্তি থাকবে।বিভিন্ন হেল্পলাইন দেওয়া হয়েছে। ল্যান্ডলাইন ৩৫০১১৯১২ / ১৮৬০৫০০১৯১২। পাশাপাশি হোয়াটসঅ্যাপে ৭৪৩৯০০১৯১২ নাম্বার দেওয়া হয়েছে সিইএসসির পক্ষে।