এ. এম. ইসলামিক মডেল স্কুলে ৭৮তম স্বাধীনতা দিবস মহাসমারোহে উদযাপিত হলো এক অনন্য ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ।

Spread the love

এ. এম. ইসলামিক মডেল স্কুলে ৭৮তম স্বাধীনতা দিবস মহাসমারোহে উদযাপিত হলো এক অনন্য ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ।

সেখ রাজু,

স্বাধীনতার এই ঐতিহাসিক দিনে বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি বিশাল জমায়েত সম্মিলিত অংশগ্রহণে দিনটি উদযাপন করা হয় । দিবসের শুরু হয় বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক কাজি এনামুল হক । সবাই মিলে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয়, যা সবার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করা হয়। কচি-কাঁচাদের নিয়ে অনুষ্ঠিত একটি আনন্দঘন র‍্যালির মাধ্যমে স্বাধীনতা এবং জাতীয়তাবোধের বিভিন্ন দিক তুলে ধরে । স্কুলের ছাত্র-ছাত্রীরা বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে, যেমন দেশাত্মবোধক কবিতা, ইসলামিক গজল , বক্তৃতা ইত্যাদি । বিচারপতি মোহাম্মদ আব্দুল গনি সাহেব, বলগোনা তাজ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট এবং পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান 78তম স্বাধীনতা দিবসে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম, স্কুলের সাম্মানিক ডিরেক্টর আবুল হোসেন মণ্ডল, টিআইসি সেখ আরজুল, স্কুলের সম্পাদক আবুল হাসান মণ্ডল, ম্যানেজার মওলানা নাসিরউদ্দিন মন্ডল, সহ-সম্পাদক আজহার মণ্ডল, ইউসুফ মন্ডল, এবং প্রাক্তন একাডেমিক হেড জয়নাব খাতুন সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দরা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী আফরিন নাজ এবং বিশিষ্ট বাচিক শিল্পী তথা স্কুলের বাংলা শিক্ষক বিজয় হাজরা মহাশয়। তাদের দক্ষ উপস্থাপনায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় এবং উপস্থিত সকলের মনে চিরস্মরণীয় হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *