এ বছর সেরার সেরা বঙ্গ সংস্কৃতি সম্মান পেলেন পরিচালক অশোক বিশ্বনাথন

Spread the love

এ বছর সেরার সেরা বঙ্গ সংস্কৃতি সম্মান পেলেন পরিচালক অশোক বিশ্বনাথন

পারিজাত মোল্লা,

ইন্ডিয়ান কালচারাল সোসাইটির সহযোগিতায় কলেজ স্ট্রিট এর ঐতিহ্যবাহী প্রকাশন সংস্থা সন্ধ্যা প্রকাশন এর আয়োজনে সম্প্রতি ১৩তম “বঙ্গ সংস্কৃতি সম্মান ” অনুষ্ঠিত কলকাতা প্রেস ক্লাবে। এবারের সেরার সেরা বঙ্গ সংস্কৃতি সম্মান পেলেন রাজ্য তথা দেশের প্রখ্যাত চলচ্চিত্র ও তথ্যচিত্র পরিচালক অশোক বিশ্বনাথান। এছাড়াও গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও ৯ জন বিশিষ্ট ও কৃতি মানুষকে এই সম্মান তুলে দেওয়া হয়। ছোটদের বিভাগেও দুজনকে মনোনীত করা হয়। মূলত শিক্ষা,সাহিত্য,সমাজসেবা,সৃজনশীল উদ্যোগ,গবেষণা, নৃত্য,গান সহ একাধিক বিষয়ে এই সম্মান দেওয়া হয়।।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক নলিনী বেরা, প্রখ্যাত অভিনেতা ও সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায়,প্রবাদপ্রতিম প্রবীণ চলচ্চিত্র প্রযোজক ও ইমপ্রিসিও (অনুষ্ঠান আয়োজক) তোচন ঘোষ, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী,গোপাল ঘোষ,শ্যামলেন্দু মিত্র, তরুণ পরিচালক এবং টিভি স্টার ঋতব্রত ভট্টাচার্য সহ আরও বহু ক্ষেত্রর গুণীজনের। এদিন অনুষ্ঠান শেষে ইন্ডিয়ান কালচারাল সোসাইটির প্রধান তথা সন্ধ্যা প্রকাশন এর কর্ণধার শংকর দত্ত জানান, বহু গুণী মানুষের উপস্থিতিতে এই সম্মান প্রদান অনুষ্ঠান শুরু হয় আজ থেকে বার বছর আগে এই প্রেস ক্লাবেই। কোভিড পরিস্থিতির কারণে মাঝে কয়েক বছর বন্ধ থাকার পর গত বছর আবার চালু হয়। এ বছর সেই অনুষ্ঠানকে আবার ফিরিয়ে আনা হয় কলকাতা প্রেস ক্লাবেই। তাঁর কথায়, এ বছর এই সম্মান প্রাপ্তির জন্য প্রায় তিনশোরও বেশি আবেদন জমা পরে। সেখান থেকে কমিটি মাত্র এগারো জনকে মননীত করে। তিনি বলেন,আমরা সারা বছর ধরেই কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক জগতে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গুণী ও জ্ঞানী মানুষ আছেন,আছে বহু প্রতিভা, যাঁরা প্রচারের আড়ালে থেকে যান,নীরবে কাজ করে যান। সেইসব মানুষদের অন্বেষণেই থাকে ইন্ডিয়ান কালচারাল সোসাইটি। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে আরও মানুষকে সম্মান জানাতে পারলে আমরা ধন্য হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *