এইচআইভি নিয়ে সচেতনতা অভিযান চালালো চারুচন্দ্র কলেজ
নিজস্ব প্রতিনিধি,
চারুচন্দ্র কলেজ এনএসএস, রেড রিবন ক্লাব 30শে আগস্ট, মহানগরের ব্যস্ততম অঞ্চল লেক মার্কেটে বিকাল ৩ টায় WBSAP এবং CS-এর ( রাজ্য স্বাস্থ্য দফতর ) সহযোগিতায় “আন্তর্জাতিক যুব দিবস” কে উদ্দেশ্য করে HIV/AIDS সচেতনতা এবং তীব্র IEC ক্যাম্পেইন চালু করার বিষয়ে একটি ফ্ল্যাশ মবের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সম্মানিত অতিথি উপ-পরিচালক (আইইসি) শ্রীমতি সুমিতা সামন্ত,WBSAP&CS Dept.H&FW, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শ্রীমতি পিয়ালি দাস, WBSAP&CS Dept.H&FW, অভিনেতা ও লাইফস্টাইল ভ্লগার সায়ক চক্রবর্তী, অভিনেত্রী ও ভ্লগার অলকানন্দ গুহ এবং বিশিষ্ট সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।চারুচন্দ্র কলেজের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা অনুরাধা ঘোষের মতে সাধারণ মানুষকে এই রোগটীকে ভয় না পেয়ে সচেতন হওয়াটা আরো বেশি করে প্রয়োজন এবং এই সচেতনতা প্রচারের জন্যেই তাদের এই আয়োজন। কলেজের NSS প্রোগাম অফিসার নুপুর রায়ের জানান “ আমরা সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন AIDS /HIV আক্রান্ত মানুষের তথা শিশুদের সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করে থাকি। আমরা এই প্রচেষ্ঠা মানুষের কাছে HIV/AIDS নিয়ে সচেতনতা বার্তা পৌঁছানোর এবং আমরা আগামীদিনেও আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চালিয়ে যাবো এই প্রচার চালিয়ে যাব ।”