এইবার রেকর্ড গড়ল শতায়ু ভোটারের সংখ্যা
:- পিনাকী চৌধুরী।। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ১৮ তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। দেশজুড়ে মোট ৭ দফায় অনুষ্ঠিত হবে নির্বাচন। দিল্লি কার দখলে থাকবে, তা জানতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। ৪ জুন ভোটের গণনা। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হল নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নজরকাড়া প্রচার শুরু করে দিয়েছে। চলছে দেওয়াল লিখন। তাৎপর্যপূর্ণভাবে এইবার শতায়ু ভোটারের সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার। বস্তুতঃ সারা দেশেই এমন শতায়ু ভোটাররা কিন্তু এক শতাব্দী ধরেই দেখেছেন জীবনের নানা ওঠাপড়া, রাজনৈতিক উত্থান পতন ! বাস্তবে এনারাই কিন্তু দেশের সম্পদ। তাঁরা দেখেছেন পরাধীন দেশ এবং পরবর্তীতে স্বাধীন ভারত ! এছাড়াও ৮৫ বছরের উর্ধ্বে ভোটারের সংখ্যা ২ লক্ষের কিছু বেশি।এইসব প্রবীণ ভোটারদের জন্য নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ৮২ লক্ষ এমন ভোটার রয়েছেন, যাঁদের বয়স ৮২ বছর বা তার বেশি । আবেদন করলে তাঁরা তাঁদের গণতান্ত্রিক অধিকার বাড়িতে বসেই প্রয়োগ করতে পারবেন। দেশের মোট পুরুষ ভোটারের সংখ্যা ৪৯ কোটি ৭ লক্ষ এবং মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটি ১০ লক্ষ । এইবার রূপান্তরকামী ভোটারদের সংখ্যাটাও চোখে পড়ার মতো, প্রায় ৪৮ হাজার। দেশজুড়ে মোট ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৮৮ লক্ষ । আর নির্বাচন কেন্দ্রের সংখ্যা ১০ লক্ষ ৫০ হাজার।।