একশো লিটার চোলাই মদ ও মোটরসাইকেল সহ ধৃত- ১,লোকপুর পুলিশের হাতে

Spread the love

একশো লিটার চোলাই মদ ও মোটরসাইকেল সহ ধৃত- ১,লোকপুর পুলিশের হাতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-অবৈধ চোলাই মদ পাচার রোধে পুলিশের বড়ো সাফল্য। লোকপুর থানার পুলিশের হাতে একশো লিটার অবৈধ চোলাই মদ ও মোটরসাইকেল সহ এক ব্যক্তি আটক।জানা যায় যে,লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ সোর্স মারফত খবর পেয়ে এএসআই অরূপ কুমার দাস, প্রশান্ত রায়, নয়ন ঘোষ, ফারুক আনোয়ার, সত্যেন্দ্রনাথ সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীদের দিয়ে স্থানীয় থানা এলাকার ঝাড়খণ্ড সীমান্তবর্তী বারাবন জঙ্গল সংলগ্ন বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে নজরদারি চালানো হয়।সোর্সের সূত্র অনুযায়ী কিছুক্ষণ পরেই মোটরসাইকেলের পিছনে বস্তা ভর্তি এক আরোহীকে আটক করে এবং তল্লাশি চালিয়ে একশো লিটার চোলাই মদ উদ্ধার হয়।পুলিশ একশো লিটার চোলাই মদ এবং মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে। সেই সাথে ধৃতকে থানায় নিয়ে এসে মদ পাচারের রুট সহ এই ব্যবসার সাথে জড়িতদের নাম জানার চেষ্টা করেন।ঘটনাটি বুধবার দুপুরের দিকে।
ধৃতের পরিচয়ে জানা যায় ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রামের পঞ্চু গোপ। ধৃতকে বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর।উল্লেখ্য
বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রাম থেকেই বেশিরভাগ চোলাই মদ পাচার করা হচ্ছে লোকপুর থানা এলাকা সহ দুবরাজপুর থানা এলাকায় বলে পুলিশ সূত্রের খবর।বিশেষ উল্লেখযোগ্য যে দীর্ঘ কয়েকমাস যাবৎ চোলাই মদ পাচার রোধে লোকপুর থানা পুলিশের লাগাতার সাঁড়াশি অভিযানে দুবরাজপুর, কাঁকরতলা, লোকপুর থানা এলাকার বহু পাচারকারী সাইকেল, মোটরসাইকেল সহ ধরা পড়ে এবং সকলের জেলহাজত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *