একের পর এক পুজো মণ্ডপের উদ্বোধন
সেখ সামসুদ্দিন, ২০ অক্টোবরঃ পূর্ব বর্ধমানের জামালপুরে দুর্গাপুজোর মতো কালীপুজোতেও একের পর এক পুজো মণ্ডপের উদ্বোধন করেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ্ মেহেমুদ খান। গত কাল তিনি নবগ্রামে কালীমাতা ক্লাবের ১২ হাত কালীর উদ্বোধন করেছিলেন। আজ তিনি বেত্রাগড় উত্তরপাড়া বারোয়ারী শীতলা মাতা ক্লাবের ও জৌগ্রাম পদ্মপুকুর যুব সংঘ যাদের এবছর ৩৪ তম বর্ষের কালীপুজো উদ্বোধন করেন তিনি। এছাড়াও কাঠুরিয়া পাড়া সমাজবন্ধু ক্লাবের কালীপুজো উদ্বোধন করেন তিনি। বেত্রাগড়ে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল (পাঞ্জাব) সহ অন্যান্যরা। এখানে দুদিন ধরে বিশেষ অনুষ্ঠান চলবে। উপস্থিত থাকবেন চলচিত্র জগতের অন্যতম খ্যাতনামা অভিনেতা রজতাভ দত্ত। থাকবেন বিখ্যাত কিছু গায়ক গায়িকা। জমজমাট অনুষ্ঠান হবে দুইদিন ধরে। জৌগ্রামে তার সাথে ছিলেন অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, প্রধান মল্লিকা মন্ডল সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন জামালপুরে ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নাই। এখানে মুখ্যমন্ত্রীর কথায় ধর্ম যার যার, উৎসব সবার। তাই তিনি মুসলিম হয়েও হিন্দুদের পূজায় অংশগ্রহণ করেন। তিনি পদ্মপুকুর ও বেত্রাগড় শিতলমাতা ক্লাবকে ধন্যবাদ জানান। তিনি আজ সকালে হালারার বিপত্তারিনী মায়ের মন্দির যান। সেখানে আজ মায়ের বিশেষ পুজো হয়। প্রচুর ভক্ত সমাগম হয় আজকের এই পুজোকে ঘিরে । স্থানীয় স্টোরের আলু বাছাই ছেলেদের উদ্যোগে ও অন্যান্যদের সাহায্যে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষকে বসিয়ে মায়ের ভোগ খাওয়ানো হয়। তিনি সেখানে কিছুটা সময় কাটিয়ে খোঁজ খবর নিয়ে ফিরে যান।