এডুমেটা আইস্কুলে স্বাধীনতা দিবস উদযাপন
বনি সিংহ : স্কুলের খুদে পড়ুয়াদের সঙ্গে নিয়ে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন জগন্নাথ ঘটক এডুমেটা আইস্কুল এর প্রিন্সিপাল শ্বেতা ঘটক। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা। দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের কথা মাথায় রেখে স্কুলের বাচ্চারা কেউ নেতাজি, গান্ধীজী, বিনয়, বাদল সহ এরকম আরো স্বাধীনতা সংগ্রামী সেজে কেউ নাচ, গান ও অভিনয় করে খুশি ও মজায় মেতে ওঠে। প্রত্যেক বাচ্চাদের এদিন স্কুলের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষিকারা বাচ্চাদের উপহারসহ আদর ও ভালবাসায় ভরিয়ে দিলেন।