এসআইআর – দলীয় কর্মীদের সতর্ক করলেন আউসগ্রামের তৃণমূল বিধায়ক

Spread the love

এসআইআর – দলীয় কর্মীদের সতর্ক করলেন আউসগ্রামের তৃণমূল বিধায়ক

সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -:

    জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর। রাজ্যে কোনো বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় তারজন্য সতর্ক আছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জ্জী এক ভার্চুয়াল বৈঠকে দলের কর্মীদের কী কী করণীয় সেই বিষয়ে পরামর্শের পাশাপাশি সতর্ক করে দেন। 

  সেইদিকে লক্ষ্য রেখে আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তাপ্রসাদ রায়চৌধুরী একটি জরুরি বৈঠক ডাকেন। গুসকরায় বিধায়কের দলীয় কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, আউসগ্রাম-১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জ্জী, ব্লক যুব সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য্য, ব্লকের সাতটি অঞ্চলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সহ বুথ স্তরের সমস্ত কর্মীরা এবং সুমন মুখার্জ্জী ও রণিত ঘোষাল। 

  বৈঠকে দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বিধায়ক এসআইআর এর সময় তাদের কী কী করণীয় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন কর্মরত কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বিধায়কের অফিসে একটি 'ওয়ার হাউস' খোলা হবে। এসআইআর চলাকালীন যেকোনো সমস্যায় তৃণমূল স্তরের কর্মীরা সেখানে যোগাযোগ করতে পারবেন। ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তারজন্য তিনি বারবার সংশ্লিষ্ট কর্মীদের সতর্ক করে দেন। বিধায়কের সুরে একই পরামর্শ দেন আউসগ্রাম-১ নং ব্লক সভাপতি শান্তাপ্রসাদ রায়চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *