‘এসএসসি মামলায় পরীক্ষার্থীরা উত্তরপত্র দেখতে পাবেন’, জানালো বিশেষ ডিভিশন বেঞ্চ
মোল্লা জসিমউদ্দিন,
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে চলছে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এর ডিভিশন বেঞ্চ জানায় -‘এসএসসি নিয়োগ মামলায় পরীক্ষার্থীরা ওএমআর শিট দেখার সুযোগ পাবেন’। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ জানিয়েছে, -‘কোনও এসএসসি পরীক্ষার্থী (নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি) চাইলে নিজেদের ওএমআর শিট দেখতে পারবেন।তবে তার জন্য সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে।মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবেদন করতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা। ওএমআর শিট নিয়ে কারও কোনও আপত্তি থাকলে, তা-ও তাঁরা আদালতে জানাতে পারবেন’।এসএসসির মামলার এই ওএমআর শিটগুলি গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে সেগুলি কলকাতা হাইকোর্টে জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই উত্তরপত্রগুলিই পরীক্ষার্থীদের দেখার সুযোগ করে দিল আদালত।এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, -‘এসএসসি মামলায় সিবিআই এবং এসএসসির তরফে আদালতে যে নথি জমা দেওয়া হয়েছে, চাইলে তা-ও দেখতে পারেন পরীক্ষার্থীরা। তবে তার জন্য আবেদন করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে’।এরই পাশাপাশি, এই মামলার সঙ্গে যুক্ত নন, কেউ যদি মামলা সম্পর্কিত কোনও তথ্য আদালতে জমা দিতে চান, তা হলে তাঁরা তা দিতে পারেন বলেও বিশেষ ডিভিশন বেঞ্চ জানিয়েছে। সেই সব তথ্যও খতিয়ে দেখবে হাইকোর্ট। আগামী ১৯ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।উল্লেখ্য , দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র গ্ৰুপ সি, গ্ৰুপ ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সব মামলার শুনানি চলছে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে।চলতি মাসের শেষের দিকে চুড়ান্ত রায়দানের সম্ভাবনা আছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।