এসো দুষ্টের দমনে
সঙ্গীতা কর (কলকাতা)
এখানে দ্রৌপদীরা লাঞ্ছিতা হয় প্রতিদিন
ধর্ষিতার মৃতদেহ পায় না রক্ষা কামনার আগুনে,
দুর্যোধন, দুঃশাসন প্রবল পরাক্রমশালী
ছাড়ে না সূচাগ্র মেদিনী কোনো প্রতিদানে।
রাষ্ট্র অন্ধ থাকে চিরকাল ধৃতরাষ্ট্র সম হয়ে
মাতা গান্ধারী ও স্বেচ্ছান্ধ ক্ষমতার লোভে,
অবলা নারী অপমানিতা প্রতি ক্ষণে ক্ষণে
লুব্ধ দৃষ্টি প্রবোধ মানে না সহজাত স্বভাবে।
এসো শ্রীকৃষ্ণ, এসো তুমি ন্যায়ের প্রতীক হয়ে
এসো বাসুকি দমনে, অশুভ শক্তি সংহার কারি,
এসো নৃসিংহ রূপে, জগৎ করো কালিমা মুক্ত
সত্যের আলো ফোটাতে হে তমশা মোচনকারী।
বাজাও তোমার পাঞ্চজন্য আবার ঘটাও কুরুক্ষেত্র
দেখো চারিপাশে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য পাঞ্চালি,
এই যুদ্ধ জয়ে একা নও তুমি, সঙ্গী হবে বহু অর্জুন
সুভদ্রা রূপী নারী ও প্রস্তুত আজ দিতে স্নেহ অঞ্জলি।
বিজয় নিনাদ ধ্বনিত হোক আকাশ বাতাসে
নিঃসংকোচে মন গাইতে চায় মহামন্ত্র গান,
“যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতী ভারত
অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনং সৃজামহ্যম”।