ঐতিহ্যের আলোয় আলোকিত কাটোয়ার কার্তিক পূজা
পুলকেশ ভট্টাচার্য্য, কাটোয়া:
কাটোয়া শহরের ঐতিহ্যবাহী কার্তিক পূজা এ বছর আবারও ভক্তদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে। ভোরের প্রথম আলো ফুটতেই বহু মানুষ কার্তিক ঠাকুরের আরাধনায় মন্দিরমুখী হন। পূজা মণ্ডপগুলিতে বাজতে থাকে ঢাক–কাঁসর, ভক্তরা নিবেদিত মন নিয়ে উপস্থিত হন প্রার্থনায়।
এ বছর পূজাকে ঘিরে শহরজুড়ে একটি বিশেষ উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। মন্দির এলাকার চারপাশে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি আলোসজ্জা, ফুলের সাজ, বিভিন্ন প্রতিমার শৈল্পিক উপস্থাপন—সব মিলিয়ে কাটোয়ার কার্তিক পূজায় আলাদা ঐতিহ্য ও নান্দনিকতার ছাপ স্পষ্ট হয়েছে।
ভোর থেকে রাত পর্যন্ত ভক্তদের স্রোত অব্যাহত থাকায় শহরে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে পূজা দর্শন করেন, মন্দিরে প্রদীপ জ্বালান এবং কার্তিক ঠাকুরের কাছে শান্তি, সমৃদ্ধি ও পরিবারের সুরক্ষার প্রার্থনা করেন।
