ওবিসি নিয়ে রাজ্যের সমীক্ষা কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা, সোমে শুনানি?
মোল্লা জসিমউদ্দিন,
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমীক্ষা চালিয়ে অনগ্রসর শ্রেণির তালিকায় নতুন শ্রেণির অন্তর্ভুক্তি এবং উপ-শ্রেণিকরণের সুপারিশ করেছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। সেটি মেনে ১১৩টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণির মধ্যে ৭৬টিকে তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য।অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংরক্ষণ নিয়ে সমীক্ষা শুরু করেছে রাজ্য। রাজ্যের এই সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।জানা গিয়েছে, কমিশনের সুপারিশ অনুযায়ী, ৮ মে একটি নতুন নোটিফিকেশন ইস্যু করে রাজ্য সরকার। ২৭ মে ৫১টি এবং ৩ জুন আরও ২৫টি শ্রেণিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সঙ্গে, সাব-ক্যাটাগরাইজেশন প্রক্রিয়া শুরু হয়-ওবিসি-এ বিভাগে ৩৫টি এবং ওবিসি-বি বিভাগে ৪১টি শ্রেণি রাখা হয়। দাখিল মামলায় মামলায় প্রশ্ন তোলা হয়েছে, -‘এত অল্প সময়ের কীভাবে সমীক্ষা সম্ভব? আদৌ নিয়ম মেনে সমীক্ষা হয়েছে কিনা? সেই প্রশ্নও তোলা হয়েছে। এছাড়াও, মোট জনসংখ্যার পরিপ্রেক্ষিতে কি এই সমীক্ষা হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। সম্প্রতি এক মামলায় ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি। পরে পুনরায় ওবিসি সংরক্ষণে সমীক্ষা শুরু করে রাজ্য যা নিয়ে মামলা দায়ের হয় হাই কোর্টে। পরে ফের বিজ্ঞপ্তি জারি করে সমীক্ষা শুরু করেছে রাজ্য।ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হাইকোর্টে।বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে । মামলায় প্রশ্ন তোলা হয়েছে, সমীক্ষা এত অল্প সময়ে কীভাবে সম্ভব? আদৌ নিয়ম মেনে মোট জনসংখ্যার প্রেক্ষিতে এই সমীক্ষা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলা হয়েছে। আগামী সোমবার শুনানির সম্ভবনা। যদিও ইতিমধ্যেই বিধানসভায় এই বিজ্ঞপ্তি নিয়ে বিবৃতি দিয়েছে রাজ্য। সেখানে বলা হয়েছে, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং ব্যুরো অব অ্যাপ্লায়েড ইকনমিক অ্যান্ড স্ট্যাটিসটিকসকে দিয়ে সমীক্ষা এবং পরবর্তীকালে কত তারিখে এই সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা জানিয়ে দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, সমীক্ষা চালিয়ে বাতিল হয়ে যাওয়া ১১৩টিসহ মোট ১১৭টি শ্রেণির মধ্যে ৭৬টিকে অন্তর্ভুক্তির সুপরিশ করে কমিশন।আগামী সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।