ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি সংস্থা পুরস্কৃত করবেন কবি ফারুক আহমেদকে

Spread the love

ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি সংস্থা পুরস্কৃত করবেন কবি ফারুক আহমেদকে

৮।নভেম্বর, বুধবার কলকাতার মহাবোধি সোসাইটি হলে একটি স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের ২০ জন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের শতাধিক চিকিৎসক। পুবের কলম পত্রিকার সম্পাদক এবং প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক ও পত্রিকার সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আহমেদকে এই অনুষ্ঠানে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আমেদকে পুরস্কার তুলে দেবেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি সংস্থার সভাপতি চিকিৎসক ডাঃ প্রকাশ মল্লিক। ফারুক আহমেদ সমাজ উন্নয়ন ও সাহিত্য চর্চার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হবেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি, এই কর্মকান্ডের যিনি কারিগর তিনি হলেন জীবন্ত কিংবদন্তী হোমিও চিকিৎসক ডাঃ প্রকাশ মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *