কচিকাঁচা সহ অভিভাবকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রন্থাগার দিবস পালন,খয়রাশোলের পাঁচড়া গ্রামে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
আগামী ৩১ শে আগস্ট গ্রন্থাগার দিবস। জেলার মূল অনুষ্ঠান হবে এদিন জেলা সদর সিউড়িতে। তার আগে গ্রামীণ ও শহর এলাকার গ্রন্থাগার গুলোতে নানান কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে গ্রন্থাগার দিবস। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় ও স্থানীয় গ্রন্থাগার কতৃক বীরভূম জেলার পরিচালনায় বিভিন্ন এলাকায় গ্রন্থাগার দিবস পালন করা হচ্ছে। সেরূপ খয়রাসোল ব্লকের পাঁচড়া
কমলা যুব সংঘ গভর্নমেন্ট স্পন্সরড রুরাল লাইব্রেরীর পক্ষ থেকে ও নানান কর্মসূচির মাধ্যমে ২৯ শে আগস্ট গ্রন্থাগার দিবস পালন করা হয়।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও প্রান্তিকা শিশু শিক্ষা নিকেতন এর পড়ুয়া সহ এলাকার অভিভাবকদের নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্লেকার্ড ব্যানার সহযোগে পদযাত্রা করা হয়।বই আমাদের সম্পদ,আসুন আমরা সবাই বই পড়ি ও পড়াই।একটি ভালো বই, হাজার বন্ধুর সমান।বিশ্ব তোমায় দেখতে পাবে গ্রন্থ তোমায় পড়তে হবে।সবার জন্য মুক্তদ্বার, আমাদের গ্রন্থাগার- ইত্যাদি সচেতনতামূলক বার্তা ছড়ানো হয় এদিন শোভাযাত্রা থেকে । গ্রন্থাগারিক ও উপস্থিত অতিথিবৃন্দ গ্রন্থ ও গ্রন্থপাঠের প্রয়োজনীয়তার উপর বক্তব্য রাখেন। পাশাপাশি মোবাইল ফোন ছেড়ে বই পড়ার জন্য আহ্বান জানানো হয় লাইব্রেরী পরিচালক মন্ডলীর পক্ষ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -বিশিষ্ট সমাজসেবী রজত মুখার্জি, খয়রাসোল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রান্তিকা চ্যাটার্জী, পাঁচড়া গ্রন্থাগারিক আসিকুর রহমান, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান দাস,লাইব্রেরীর সম্পাদক শান্তনু মুখার্জি ও সভাপতি বিশ্বজিৎ মুখার্জি সহ লাইব্রেরীর অন্যান্য সদস্যগণ।