কথা কাহিনী
সোমা দেবনাথ দাস (বালি, হাওড়া)
কথা তুই খুব মিষ্টি
কথা আবার কখনো তুই অনাসৃষ্টি,
কথা তুই মানুষকে করিস
তোর ভাষাতে জয়
কথা আবার তুই ভাষাহীন হলে
হয় তোর পরাজয়।
কথা তুই ভালোবাসা দিয়ে
পারিস হৃদয়ের অন্তরের স্থান,
কথা আবার তোর মুখের বর্বরতা,
তোকে করিয়ে দেয় ঘৃণার স্নান।
কথা তুই মায়া, মমতার মালা দিয়ে,
সাজিয়ে তুলিসবরণ ডালা
কথা তুই অপমান, অসম্মান , রাগ, তেজ জেদের বসে
কথার ফুলঝুরিতে দগ্ধ হয়ে নিজেকে করিস শেষ।
কথা তুই বেশি বললে হয়ে যাস বাচাল,
কথা আবার কম বললে তোর ওপরে ছাপ পড়ে, দাম্ভিক অহংকারী,
কথা হায়রে তুই তো আটকে আছিস শাখের করাতে।
কথার মধ্যে ঝরুক মিষ্টি মধু
কথায় কথায় কথা বাড়ে,
আবার কথায় কথায় কথা মরে।
কথা থাক সকলের প্রিয় হয়ে
কথা ছাড়া বাঁচবো কিভাবে?
কথা দিয়ে গুলি নয়
কথা হোক তোমার সুন্দর মানসিকতার পরিচয়।