কবি তোমাকে বলছি

Spread the love

কবি তোমাকে বলছি

নার্গিস পারভীন (বাজেপ্রতাপপুর, পূর্ব বর্ধমান)

শোনো কবি, তোমার কাজ কবিতা লেখা,
অন্যায়ের প্রতিবাদ করা নয়!
বরং তুমি অন্যায়ের তোষামোদ করে লেখো,
তুমি হাজার প্রেমিকের প্রেমে ব্যর্থ হওয়ার
রকমারি গল্প লেখো!
অথবা ধর্মের প্রচারক হয়ে
ধর্মের গায়ে সুড়সুড়ি দিয়ে লেখো–
তোমাকে এক বাক্যে কবি বলবে সবাই!

পারলে তুমি গা বাঁচিয়ে
স্রোতের অনুকূলে ভেসে যাও,
প্রতিবাদী কলমের মুখে কনডম লাগাও,
প্রতিবাদ ভুলে বিপক্ষে কথা বলা ছেড়ে দাও–
তুমি পুরস্কৃত হবে,
তুমি কবি হিসেবে স্বীকৃতি পাবে,
তোমার কবিতা দুষ্টু মুখে মিষ্টি করে
উচ্চারিত হবে!
বিশ্বাস কর–তুমি কবি, এটুকুই তোমার জন্য বরাদ্দ!
ভুলে যেও না তোমার কাজ
শুধুমাত্র কবিতা লেখা,
প্রতিবাদ করা নয়!

তুমি প্রতিবাদ করলে, হেরে ফেরে
তোমাকে
পদে পদে হেনস্তা করা হবে,
তোমাকে তাচ্ছিল্য করে গাধা অথবা অকবি
প্রমাণ করা হবে,
গণপিটুনিতে নির্মমভাবে হত্যা করা হবে!
সমগ্র কবি সমাজকে উলঙ্গ বর্বরতা
প্রদর্শন করানো হবে!
তোমার লেখা বয়কট করে,
তোমার বই পুড়িয়ে
তোমার পবিত্র কবি সত্তাকে
বেনো জলে ভাসিয়ে দেওয়া হবে!
আঘাত যন্ত্রণা আর অসম্মান সঙ্গে দিয়ে
তোমাকে পৃথিবী ছাড়া করা হবে!

তুমি হয়তো জাতির জন্য, নিজের মূল্যবান প্রাণ
অকাতরে বিলিয়ে দেবে ঠিক করেছ?
তাহলে তুমি ভুল,
আসলে তুমি তোমার পরিবারের হত্যা চাইছো!

ভুলে যেওনা কবি
মূর্খের রাজ্যে স্বার্থ পদ্যময়!
তুমি চলে যাবে
অথচ তোমার মৃত্যুর কারণ লেখার ক্ষমতা
হবে না অন্য কলমে,
তুমি তুমুল আক্রমণে যে প্রাণ হারাবে
অসময়ে, অনিয়মে
ভুলে যাবে সবাই! কেউ আবার ভুলে যাবে লিখতেও!
তাই তুমি কবিতা লেখো– যা খুশি
শুধু প্রতিবাদ করো না,
সত্য কথা উচ্চারণ করো না,
পারলে তোমার প্রতিবাদী কলমটা ভেঙে ফেলো,
পারলে নিজেকে স্রোতের টানে ভাসিয়ে দাও
কথা দিচ্ছি তুমি অমর হবে,,,,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *