কবিতার বই প্রকাশ ও নাটক মঞ্চস্থ খয়রাসোল আমরা সকলে পুজা মন্ডপে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
শুভ সপ্তমীর সন্ধ্যায় খয়রাসোল আমরা সকলে ক্লাবের পুজা মন্ডপে কবি প্রদীপ ঘোষের পঞ্চম কাব্যগ্রন্থ সাঁঝের প্রদীপ এর মোড়ক উন্মোচন করা হয়। উন্মোচন করেন খয়রাসোল থানার এএসআই চিন্ময় চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন সমাজসেবী নুপুর চক্রবর্তী, শিক্ষক দীপক বাউরি,কবি চিন্ময় চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। পাশাপাশি এদিন এই মঞ্চ থেকেই স্থানীয় খয়রাসোল গ্রামের কিশোরী ও গৃহবধুদের সমন্বয়ে তাপস কুমার রচিত নাগিনী শাশুড়ি বাঘিনী বৌ
যাত্রাপালা মঞ্চস্থ হয় কবি প্রদীপ ঘোষের সঞ্চালনা ও পরিচালনায়। একান্ত সাক্ষাৎকারে কবি প্রদীপ ঘোষ জানান স্থানীয় গ্রামের কিশোরী ও গৃহবধুদের সমন্বয়ে পুরুষ বর্জিত সামাজিক যাত্রাপালা মঞ্চস্থ করানো হয় আমরা সকলে ক্লাবের পুজা মন্ডপে। স্থানীয় গ্রামবাসী সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ঠাকুর পরিদর্শনে আসা লোকজনও যাত্রাপালা দেখেন। বর্তমান আবহে পনপ্রথা নামক ব্যাধি দূরীকরণ। পাশাপাশি শাশুড়ি বৌমার সম্পর্ক তেলেবেগুনে না হয়ে মা মেয়ের মতো হয়ে ওঠে সেই বার্তা দেওয়া হয় মহিলাদের মধ্যে দিয়ে। সর্বপরি সুস্থ সুন্দর সামাজিক পরিবেশ সচেতনতার বার্তা।