কম বয়সীদের গর্ভধারণ বিষয়ে সচেতনতা শিবির, রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং রাজনগর গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় কম বয়সীদের গর্ভধারণ বিষয়ে সচেতনতা শিবির আয়োজিত হয় শুক্রবার, রাজনগর ডাকবাংলো নজরুল মঞ্চে। কম বয়সী মেয়েদের বিশেষ করে আঠারো বছরের নীচে বিয়ে দেওয়া এবং কুড়ি বছরের আগে সন্তান ধারণ করলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। অল্প বয়সে গর্ভধারণ করার জন্য বেশ কিছু ক্ষেত্রে মায়েদের চরম সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। এসমস্ত বিষয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে স্থানীয় কম বয়সী মায়েদের নিয়ে বিশেষ শিবির আয়োজিত হয়। বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি আড়ি স্থানীয় সমস্ত স্বাস্থ্য কর্মীদের জনসংযোগ বাড়িয়ে সচেতনতার বার্তা গ্রামীন স্তরের প্রতিটি জায়গায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি আড়ি, প্রভিশনাল ডিএসপি শিল্পী পাল, রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত,বিএম ও এইচ ডাঃ তীর্থঙ্কর সিনহা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, চন্দ্রপুর থানার ওসি অভিষেক হালদার সহ অন্যান্যরা। এদিন অডিও ভিজুয়াল, নৃত্য ও লোকসংগীতের মাধ্যমে উপস্থিত সকলকে সচেতনতার বার্তা দেওয়া হয়।